বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে “সময়ের ছোবলে আজ যে ফকির কাল সে রাজা”। অর্থাৎ সময় আপনার জীবন বদলে দিতে পারে। সময় জোরে কেউ কেউ বিরাট উন্নতি করে ফেলেন, আবার কেউ কেউ পিছিয়ে থেকে যান। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, আপনার ভালো সময় খারাপ সময় পুরোটাই নির্ভর করে গ্রহদের স্থান পরিবর্তনের উপর। গ্রহরা যেমন ভাবে স্থান পরিবর্তন করবে মানব জীবনে তার প্রভাব ঠিক সেইভাবেই পড়বে। আর এবার গ্রহগুলির স্থান পরিবর্তন কিছু রাশির জীবনে পরিবর্তন আনতে চলেছে।
জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে গ্রহদের স্থান পরিবর্তন:
জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, যখন দুটি গ্রহ একই স্থানে পৌঁছয় তখন মানব জীবনে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। আর ইতিমধ্যেই শনি এবং শুক্র দুই শক্তিশালী গ্রহ একই স্থানে প্রবেশ করেছে। বৈদিক শাস্ত্র অনুসারে, কুম্ভ রাশিতে শনি এবং শুক্র দুই শক্তিশালী গ্রহ প্রবেশ করায় ধনাঢ্য যোগ তৈরি হয়। আর এবার এই যোগ ৩টি রাশির জীবনে প্রভাব ফেলতে চলেছে। এতে করে আর্থিক দিক থেকে লাভবান হবেন আপনারা।
কোন ৩ রাশির জীবনে শনি-শুক্রের প্রভাব পড়তে চলেছে:
১) মেষ রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে ধনাঢ্য যোগের প্রভাবে লাভবান হবেন মেষ রাশির জাতকেরা। শনি-শুক্রের আশীর্বাদে আয়ের উৎস তৈরি হবে। এই সময় আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মেষ রাশির জাতকেরা পৈতৃক সম্পত্তির অধিকার পেতে পারেন। সেই সাথে দীর্ঘদিনের পুরনো বিনিয়োগ এই সময় কাজে লাগবে। অবিবাহিতদের বিবাহ যোগ রয়েছে। শনি-শুক্রের আশীর্বাদে আপনি মনের মতো সঙ্গী খুঁজে পাবেন।
আরও পড়ুনঃ বদলাবে এশিয়ার ম্যাপ? ভারতের পাশেই কি তৈরি হবে নতুন দেশ? জানলে উড়বে ঘুম
২) তুলা রাশি: তুলা রাশির জাতকেরা অনেক বেশি উপকার পেতে চলেছেন। বিশেষ করে এই সময় রাজনীতিতে জড়িত ব্যক্তিরা বিশেষ ফল লাভ করতে পারেন, বড় কোন পদ পাওয়ার সুযোগ রয়েছে। সমাজে মান-সম্মান বৃদ্ধির পাশাপাশি ধনসম্পত্তির দিক থেকেও লাভবান হতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, আগের তুলনায় ব্যবসার সম্প্রসারণ ঘটবে। শিল্পী মানুষেরা সুখ্যাতি লাভ করবেন। প্রেমে পড়া দম্পতিদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ আর নেই চিন্তা! এই প্লেয়ারই হবেন KKR-এর “তুরুপের তাস”, মিচেল স্টার্কের অভাব করবেন পূরণ
৩) মকর রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) বলছে, শনি এবং শুক্রের সংযোগের ফলে কর্মস্থলে আপনারা বিশেষ ফল পেতে চলেছেন। বেতন বৃদ্ধির পাশাপাশি পদোন্নতির যোগ রয়েছে। যারা নতুন কিছু করার পরিকল্পনা করছেন সময়টিকে কাজে লাগান। আগে তুলনায় আর্থিক ব্যয় কমবে, উল্টে সঞ্চয়ের পরিমাণ বাড়বে। সবমিলিয়ে এই বিশেষ ৩ রাশির জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে।
(প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে লেখা হয়েছে, এর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)