হিরে পরতে ইচ্ছুক? ইচ্ছে পূরণের আগে জেনে নিন এই রত্ন আপনার জন্য শুভ কিনা!

বাংলা হান্ট ডেস্ক: আমরা অনেকেই হিরে পরে থাকি। কেউ পরেন ভালোবেসে আবার কেউ পরেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। গ্রহদের রাজা, হিরে উজ্জ্বলতা সকলকেই আকর্ষণ করে। কিন্তু হিরে তো পরছেন জানেন, কাদের হিরে পরা উচিত আর কাদের নয়, জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুসারে রয়েছে এর বিশেষ ব্যাখ্যা। কানে গলায় হোক কিংবা নাকে অঙ্গের যেকোনও স্থানে হিরের অলঙ্কার ধারণ করলে যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় একই সাথে বৃদ্ধি পায় আপনার ভাগ্য। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে, এইরত্ন ধারণ করার আগে বিশেষ কিছু নিয়ম জেনে নেওয়া উচিত। নইলে ক্ষতি হতে পারে।

জ্যোতিষশাস্ত্র (Astrology মেনে কারা পরবেন হিরে:

জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, হিরে ধারণ করলে মানব জীবনে এর বিশেষ প্রভাব পড়ে। সেজন্য কিরে ধারণ করার আগে জেনে নেওয়া উচিত কারা পরবেন আর কারা নয়। জ্যোতিষশাস্ত্র মতে, মিথুন, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের হিরে ধারণ করা অত্যন্ত শুভ৷ এই সকল ব্যক্তিরা হিরে ধারণ করলে জীবনে অনেক উন্নতি হয়। কর্ম হোক কিংবা ব্যবসা সবেতেই হয় লাভ। এমনকি সংসারেও শ্রী বৃদ্ধি ঘটে।

According to astrology who wearing diamond for luck

কারা হিরে পরবেন না: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, মীন, কর্কট, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ভুলেও হিরে পরবেন না৷ আপনাদের জন্য এই গ্রহটি ভালো ফল দেয় না। উল্টে লাভের বদলে ক্ষতি হতে পারে৷ বিশেষ করে কর্মক্ষেত্রে বাধা লাভ করেন। তাই আজ থেকেই হিরে ধারণ করার আগে এই রাশির জাতকেরা সাবধান হয়ে যান।

আরও পড়ুনঃ একেই বলে ছবির মতো সুন্দর! কম বাজেটে চলে যান এই অফবিট জায়গায়, ফুরফুরে হয়ে যাবে মন

সবার আগে জানিয়ে রাখি, হিরে কেনার আগে অবশ্যই স্বচ্ছতা, রং, কাটিং, ক্যারেট যাচাই করে নিন। মনে রাখবেন, বেশি ক্যারেটের এই রত্ন ধারণ করলে হিতে বিপরীত হতে পারে। এমনকি যেকোনও হিরে ধারণ করা উচিত নয়। এক্ষেত্রে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিনতে পারেন। এতে ঠকে যাওয়া থেকেও বেঁচে যাবেন এবং সঠিক রত্ন কিনতে পারবেন।

আরও পড়ুনঃ ভারতীয় সেনাকে বিশেষ উপহার “Jio”-র, সেনাদিবসের আগেই বিরাট পদক্ষেপ আম্বানির!

হিরে পরার আগে বিশেষ কিছু নিয়ম: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, নতুন হিরে কিনলে সারা রাত নুন জলে ভিজিয়ে রাখুন৷ তারপরই সেটি নিজের অঙ্গে ধারণ করুন। পাশাপাশি সময়েরও বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যাস্তের পর ধারণ করা উচিত নয়৷ পাশাপাশি, ২১ থেকে ৫০ বছরের মধ্যে হিরে পরতে নেই। আর যদি একান্তই পরার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অবশ্যই পরামর্শ নিয়ে পরুন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর