বাঙালী বিজ্ঞানিদের বাজিমাৎ, মাত্র ৩০ মিনিটে করোনা ধরতে তৈরি হল ফেলুদা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের চট জলদি টেস্ট কিট তৈরিতে নাম উঠে এল তিন বঙ্গ (Bengali) সন্তানের। মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে গোটা বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে অক্সফোর্ডের করোনা গবেষণা কেন্দ্রে নিজেদের চূড়ান্ত পর্যায়ের কাজে ব্যস্ত এই বঙ্গ সন্তানরা।

ভারতে করোনা সংক্রমণ
চীনের সীমানা ছাড়িয়ে বহু আগেই ভারতে (India) প্রবশ করে ফেলেছে করোনা ভাইরাস। এই ভাইরাসের প্রকোপে পড়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষেরও বেশি। করোনা ভাইরাসের সাথে যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ। তবে ইতিমধ্যেই কিন্তু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিয়ে গিয়েছেন প্রায় ৮ লক্ষ মানুষ।

MzYwNDk4Mw

দ্রুত গতিতে করতে হবে করোনা টেস্ট
করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের কাজে দিন রাত এক করে দিয়েছে বিজ্ঞানীরা। বিভিন্ন সাময়িক প্রতিষেধক খুঁজে বের করলেও, সঠিক প্রতিষেধকের দিশা এখনও পায়নি বিজ্ঞানীরা। তবে করোনা রোগীকে খুঁজে বের করতে বেশি পরিমাণে টেস্ট করা জরুরী। কিন্তু করোনা টেস্টেও সময় লাগছে। তাতে করে সংক্রমণের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

doctor 3

বঙ্গ সন্তানদের তাক লাগানো আবিষ্কার
করোনা টেস্ট কিট আবিষ্কারের তালিকায় এবার নাম উঠে এল তিন বাঙালী সন্তানের। অক্সফোর্ডের করোনা গবেষণা কেন্দ্রে চন্দ্রা দত্তের সাথে এই নতুন পরীক্ষার কাজে যুক্ত রয়েছেন দেবজ্যোতি চক্রবর্তী এবং সৌভিক মাইতি। তাঁদের এই নতুন আবিষ্কারের সাহায্যে মাত্র ৩০ মিনিটেই মিলবে করোনা আক্রান্তের হদিশ।

covid 19 test

খুদে গোয়েন্দার ন্যায় আচরণ করে চটজলদি পাকড়াও করবে করোনা রোগীকে। তাই এর নাম দেওয়া হয়েছ ফেলুদা, অর্থাৎ FnCas9 Editor Linked Uniform Detection Assay। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ফল পাওয়া যাবে। এই বিষয়ে CSIR ডিজি জানিয়েছেন, ‘এর সাহায্যে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই করোনা রোগীকে চিহ্নিত করা সম্ভব হবে। সেই সাথে এই পদ্ধতিতে খরচাও অনেক কম। আমরা এই প্রযুক্তি টাটার হাতে তুলে দিয়েছি। খুব শীঘ্রই এটি ব্যবহারে সম্মতিও পাওয়া যাবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর