প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি কঠিন পিচে টেস্ট ম্যাচের সঙ্গে তুলনা করলেন বর্তমান পরিস্থিতিকে। প্রায় এক মাসের বেশি সময় হয়ে গেল এখনও পর্যন্ত করোনা ভাইরাস নিজের দাপট দেখিয়ে চলেছে। করোনার দাপটে দিনের পর দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, সেই সাথে দ্রুতগতিতে বাড়ছে মৃতের সংখ্যা। করোনার কারণে বড় ধাক্কা খেয়েছে বিশ্ব অর্থনীতি। সব মিলিয়ে এই মুহূর্তে বিশ্বজুড়ে এক কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে আর পাঁচটা সাধারণ মানুষের মতো আতঙ্কিত ভাবে দিন কাটাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। তিনি বর্তমান পরিস্থিতিকে কঠিন পিচে টেস্ট ম্যাচ খেলার সঙ্গে তুলনা করেছেন। সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন এই মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তাতে বল সিম হচ্ছে, স্পিনও হচ্ছে। ব্যাটসম্যানের ভুল করার কোনো জায়গা নেই। অথচ ম্যাচ বাঁচাতে গেলে রানও করতে হবে। আর তাই খুবই সাবধানতার সঙ্গে ধীর গতিতে রানের গতি বজায় রাখতে হবে ব্যাটসম্যানদের। এখন সামান্যতম ভুল করার জায়গা নেই, একটু ভুল করলেই সোজা আউট।
এই মুহূর্তে দেশজুড়ে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে অনেক গরীব খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন খাবার টুকু পর্যন্ত জুটছে না। অনেক মানুষকে না খেয়ে অনাহারে দিন কাটাতে হচ্ছে। আর সেই কারণে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী চান যত দ্রুত সম্ভব আমরা এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠি। সেই কারণে তিনি দাঁতে দাঁত চেপে করোনার বিরুদ্ধে লড়াই করার কথা জানিয়েছেন।