বিশ্বের ধনীতম দলের তালিকায় দুই নম্বরে নেমে গেল মুকেশ আম্বানির মুম্বাই ইন্ডিয়ানস

বাংলাহান্ট ডেস্কঃ ফোর্বস (forbes) সাময়িকীর তালিকা অনুসারে বিশ্বের ধনীতম দলের তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে পারল না ভারতের (india) মুম্বাই ইন্ডিয়ানস (mumbai indians)। পাশাপাশি ধনীতম ক্লাবের মালিকদের তালিকাতেও দুই নম্বরে এলেন মুকেশ আম্বানি (mukesh ambani)

ফোর্বসের হিসেব অনুসারে, আম্বানির সম্পদ ৩৬.৮ বিলিয়ন ডলার। গত এক বছরে আম্বানির আয়ের পরিমাণ ২৬ শতাংশ কমেছে এবং যার ফলে তিনি প্রথম স্থান হারিয়েছেন। যদিও এই মুহুর্তে মুম্বাই ইন্ডিয়ানস এর পারফরম্যান্সে কোনো বদল হয়নি। দলটি গত বছর আইপিএলের 12 তম আসরে শিরোপা জিতেছিল। এটি দলের চতুর্থ শিরোপা।

images 2020 05 31T125745.221

ফোর্বসের তালিকা অনুসারে, আমেরিকান বাস্কেটবল বাস্কেটবল এনবিএ দলের লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের মালিক স্টিভ বলমার এই মুহুর্তে সবচেয়ে ধনী ক্লাবের মালিক। বলমার মাইক্রোসফ্টের প্রাক্তন সিইও ছিলেন। তাদের মোট আয় 52.7 বিলিয়ন ডলার। ফোর্বসের মতে, গত এক বছরে বালমারের আয় বেড়েছে ২৮ শতাংশ।

images 2020 05 31T125752.815

তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সুয়া পিনাও পরিবার। পরিবারটি ফরাসি ফুটবল ক্লাব স্টাড রেনে এফসির মালিক। যাদের মোট মূল্য 27 বিলিয়ন ডলার। ফ্রান্সের শীর্ষ ঘরোয়া ফুটবল লীগ ‘লীগ 1’ তে রেনির এফসির দল ধারাবাহিক ভাবে অংশগ্রহণ করেছে।

https://www.instagram.com/tv/CAdFPBAg5Zn/?igshid=1n8djs4jvclnx

 

সম্পর্কিত খবর