আইসিসির নিয়ম অনুযায়ী বল বিকৃতি কান্ড এবার বৈধ হতে চলেছে ক্রিকেটে।

ক্রিকেটে বহুদিন ধরে একটা রীতিনীতি চলে আসছে সেটা হল লালা বা থুতু দিয়ে বলের পালিশ উজ্জ্বল রাখা। বোলাররা সাধারণ বলের পালিশ ঠিক রাখার জন্য প্রায়ই থুতু কিংবা লালা দিয়ে বল ঘষে নেন। কিন্তু এবার সেই রীতি আর থাকবে না বলেই মনে করা হচ্ছে। করোনা পরবর্তীকালে এই পৃথিবী থেকে অনেক রীতিনীতি মুছে যেতে চলেছে, অনেক পুরনো রীতিনীতিতে বদল আসতে চলেছে। তেমনি লালা বা থুতু দিয়ে বল পালিশ করার নীতিতে পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই নিয়ম যদি বদলে যায় তাহলে কীভাবে বলের পালিশ বজায় রাখবেন ক্রিকেটাররা। সে ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবৈধ থাকা নিয়মটি এবার বৈধ হওয়ার পথে।

সাধারণত বলের পালিশ বজায় রাখার জন্য থুতু দিয়ে বারবার বল ঘষে নেওয়া হয়। বলে কাদা লাগলে বা বল ভিজে গেলে সেটা সঙ্গে সঙ্গে আম্পায়ারের তত্ত্বাবোধনে মুছে ফেলা হয়। কিন্তু বলের পালিশ ঠিকঠাক রাখতে কখনোই কৃত্রিম কোনো বস্তু ব্যবহার করা যায় না। চুইংগাম কিংবা কৃত্রিম কোনো পদার্থ দিয়ে বল ঘষলে আইসিসির নিয়ম অনুযায়ী সেটা অপরাধ। কিন্তু করোনার পরবর্তী সময়ে থুতু দিয়ে বল পালিশের নিয়মেও বদল আসতে চলেছে।

137082904d7d3c478b646ea6a672efaca7a251a98a51f08d44cee05751219c29cee29e4a5

তাহলে বলের পালিশ কীভাবে ঠিক থাকবে? বিশেষ করে টেস্ট ক্রিকেটে যখন বল পুরোনো হয়ে যায় তখন বলের পালিশ খুবই জরূরী হয়ে পড়ে কারন পুরোনো বল আর মুনভেন্ট করে না। আইসিসির তরফে ভাবনাচিন্তা করা হচ্ছে এবার থেকে আম্পায়ারের কাছে কৃত্রিম কোনো বস্তু থাকবে যার সাহায্যে ক্রিকেটাররা নিজেদের মত করে আম্পায়ারের সামনে বল পালিশ করে নিতে পারবেন। অর্থাৎ যে বল বিকৃতি কাণ্ডের জন্য স্মিথ, ওয়ার্নার কে এত বড় শাস্তি ভোগ করতে হল এবার বল বিকৃতি বৈধ হতে চলেছে আইসিসির নিয়মে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর