বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করার ফলে ATM কার্ডের গুরুত্ব বহুল। তাইতো সহজে কেউ নিজের ATM পিন কাউকে বলতে চান না। নইলে বিরাট ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পিন যেমন আপনার দৈনন্দিন জীবনে বিরাট ভূমিকা রাখে। তেমনি সংখ্যাতত্ত্ব অনুসারে (Numerology) এই চার সংখ্যার পিন বলে দিতে পারে আপনার অর্থভাগ্য। পাশাপাশি জানা যায়, আর্থিক আয় উন্নতির ভবিষ্যৎ। তার জন্য শুধু সংখ্যাতত্ত্বের এই ফর্মুলা জানা জরুরী, তাহলেই হবে কাজ।
সংখ্যা তত্ত্ব (Numerology) অনুসারে ATM পিন বলে দেবে অর্থ ভাগ্য:
মূলত, আপনার আর্থিক ভাগ্য কেমন তা জানা যাবে ATM পিনের চার সংখ্যার যোগফল দিয়ে। অর্থাৎ ধরুন যদি আপনার এটিএম পিনের সংখ্যা হয় ৪২৬৮। তাহলে এই পিন নম্বর যোগ করলে হবে ৪+২+৬+৮= ২০= ২+০= ২। অর্থাৎ বুঝে গেলেন আপনার পিন কোডের যোগফল ২। সংখ্যাতত্ত্ব (Numerology) অনুসারে, যোগফলের ওই সংখ্যার মাধ্যমেই জানা যাবে আপনার ভবিষ্যৎ।
পিন কোডের যোগফল ১ হলে ভাগ্য: সংখ্যাতত্ত্ব (Numerology) অনুসারে, কারোর পিনকোডের যোগফল ১ আসলে তারা অত্যন্ত সৌভাগ্যবান। বলা হয় এই পিন অধিকারী ব্যক্তি জীবনে যাই করবেন তাতেই লাভবান হবেন। শুধু তাই নয়, এই সমস্ত ব্যক্তিদের ব্যবসায়িক ভাগ্য যথেষ্ট ভাল হয়। তবে হ্যাঁ পার্টনারশিপে ব্যবসা না করাই ভালো। এমনকি আয়ের পাশাপাশি বিপুল সম্পদও সঞ্চয় করতে পারেন।
আরও পড়ুনঃ ‘ভোঁতা জিনিস বা কন্ডোম…’, আরজি করের ধর্ষণ-খুন একজনেরই কাণ্ড? ঘটনায় নয়া মোড়!
যোগফল ২ হলে ভাগ্য: ২ হচ্ছে জোড় সংখ্যা। তবে সংখ্যাতত্ত্ব (Numerology) অনুসারে, পিন কোডের যোগফল কারো যদি ২ হয় তাহলে তাদের ভাগ্যে হতাশা, দূর্দশা, আর্থিক বিপর্যয় লেগে থাকে। শুধু তাই নয় অনেক সময়, জমানো পুঁজি পর্যন্ত শেষ হয়ে যেতে পারে। সংখ্যাতত্ত্ব আরো বলছে, যাদের ATM পিনের যোগফল ২ হয় তারা কর্মসূত্র বিভিন্ন সমস্যায় মুখে পড়তে পারেন। এমনকি চাকরি যোগ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আরও পড়ুনঃ ‘৩১ ডিসেম্বর পর্যন্ত..,’ মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট! RG Kar কান্ডের প্রতিবাদ আন্দোলনে বিরাট নির্দেশ
পিন করে যোগফল ৩ হলে ভাগ্য: সংখ্যাতত্ত্ব (Numerology) অনুসারে, কারো যদি ATM পিন কোডের যোগফল ৩ হয় তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। বিশেষ করে আয় করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কিছু শুরু করলে লাভবান হতে পারেন। পাশাপাশি ঋণ থাকলেও সময়ের মধ্যেই শোধ হয়ে যাবে।
(প্রতিবেদনটি সংখ্যাতত্ত্বের উপর নির্ভর করে লেখা হয়েছে, এর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)