এমন ব্যাক্তির প্রেমে পড়লে সারা জীবন অন্ধকার, বিয়ের পর পোহাতে হবে চরম অশান্তি! বলা আছে চাণক্য নীতিতে

Published On:

বাংলা হান্ট ডেস্ক : অর্থনীতি, রাজনীতি এবং কূটনীতির ভাণ্ডার বলা হয় চাণক্যকে (Chanakya)। চাণক্য তার নীতি শাস্ত্রে ব্যবসা, ব্যক্তিগত এবং বিবাহিত জীবন সম্পর্কিত প্রায় সব বিষয়েই নিজের সুচিন্তিত মতামত রেখেছেন তিনি। বিপদসঙ্কুল অবস্থায় আজও অনেকেই চানক্য নীতির শরনাপন্ন হয়ে থাকেন। বিশেষ করে যারা প্রেম বা বৈবাহিক জীবনে কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই চাণক্যের বলা এই বিষয়গুলি খেয়ালে রাখুন।

আসলে চাণক্য তার নীতিশাস্ত্রে সুখী দাম্পত্য জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নীতি দিয়েছেন। পাশাপাশি সেগুলি বিস্তারিতভাবে বর্ণনাও করেছেন। জীবনে এগুলি অনুসরণ করলে বৈবাহিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পাশাপাশি তিনি প্রেম সম্পর্কেও তার সুচিন্তিত মতামত দিয়েছেন, যা জানা খুবই জরুরি।

চাণক্যের মতে, যে কোন মানুষেরই উচিত সমতুল্য ব্যক্তির সঙ্গে প্রেম করা, কারণ বৈষম্য প্রেমের সম্পর্কে সমস্যাকে আহ্বান করে। যে সম্পর্কে সমতা থাকে না, সেসব সম্পর্ক প্রায়শই ভাঙনের মুখোমুখি হয়। আচার্য চাণক্য তার একটি শ্লোকের মাধ্যমে এই বিষয়টি বর্ণনা করেছেন।

shutterstock 674652934

সাথে তিনি আরও বলেছেন, নারী পুরুষ সকলের উচিত একজন ধৈর্যশীল ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। একটি শ্লোকে চাণক্য বলেছেন, বিয়ের আগে জীবনসঙ্গীর ধৈর্যের পরীক্ষা করা উচিত, কারণ একজন মহিলা বা পুরুষ যদি ধৈর্যশীল হন তবে তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনার পাশে দাঁড়াবেন, তিনি কখনই আপনার সঙ্গ ছাড়বেন না।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X