2019 সালে বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ধোনিকে নিজেদের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দিয়েছে বিসিসিআই। এরফলে দিনের পর দিন জাতীয় দলে ধোনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে।
দীর্ঘদিন ধোনির বাইরে থাকা নিয়ে প্রাপ্তন ভারতীয় স্পিনার হরভজন সিং মন্তব্য করেছেন ধোনি হয়তো নিজেকে আর দেশের হয়ে খেলতে দেখতে চাই না, সেই কারণেই দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছে ধোনি। এইদিকে একেবারে উল্টো সুর গায়লেই প্রাপ্তন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। রায়নার মতে এখন ধোনি নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, ধোনি নিশ্চয় ফিরে আসবেন জাতীয় দলে। এছাড়াও রায়নার মনে করেন ভারতীয় দলে এখনও ধোনির প্রয়োজন আছে।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ধোনির অবসর নিয়ে যখন প্রবল আলোচনা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে রায়না মনে করেন এখনও পর্যন্ত ভারতীয় দলে ধোনির প্রয়োজন আছে, আমার মনে হয় ধোনি আবার ফিরে আসবে। উল্লেখ্য, ধোনিকে ছাড়াই এখন ভারত একের পর এক সিরিজ জিতে চলেছে।