ফেডারেশন সচিবের কথায় বিদেশি ছাড়াই হতে পারে এবারের আইএসএল এবং আইলিগ।

এই মুহুর্তের দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দিনের পর দিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অনেক মানুষই বাড়ি ফিরছেন তবুও করোনা পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। আর এমন পরিস্থিতিতে নতুন মরশুমের ফুটবল নিয়ে আভাস দিয়ে রাখলেন ফেডারেশন সচিব কুশল দাস। কুশল দাস জানালেন বর্তমান পরিস্থিতি কথা মাথায় রেখে বিদেশি ফুটবলারদের ছাড়াই এবারের আইএসএল এবং আই লিগ হতে পারে।

ফেডারেশন সচিব কুশল দাস জানান, দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে যদি বিদেশি ফুটবলারদের ভারতে খেলতে আসার ব্যাপারে কেন্দ্রীয় সরকার ছাড়পত্র না দেয় তাহলেও আমরা ফুটবল মরশুম এগিয়ে নিয়ে যাবো। সেক্ষেত্রে দেশীয় ফুটবলারদের নিয়েই খেলতে হবে আইএসএল এবং আইলীগের ফ্রাঞ্চাইজি দল গুলিকে। অর্থাৎ কুশল দাসের কথায় বিদেশি ফুটবলাররা না এলেও এবারের আইলিগ এবং আইএসএল সময় মতোই অনুষ্ঠিত হবে।

14983249686273159d1c760c8cb3563880fb45c5b66815f62d9d12a86e493c69f06a2ed05

তবে এবারের আই লিগ এবং আইএসএলে সিঙ্গেল লীগ হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে নির্দিষ্ট একটি ভ্যেনুকেই নেওয়া হবে সেখানেই লীগের সবকটি ম্যাচ করার ভাবনাচিন্তা চলছে। আইলীগের জন্য কলকাতা এবং আইএসএলের জন্য গোয়া কে বেছে নেওয়া হয়েছে। তবে এখনো অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয় নি। খুব দ্রুত সরকারি ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর