বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশে ক্রিকেটের সবচেয়ে বড় মহাযুদ্ধ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। যেহেতু প্রায় দু বছর বাদে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান, তাই এই ম্যাচের দিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে সকলের। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ম্যাচে ভারতের পাল্লা একটু ভারী হলেও এই ফরম্যাটে খেলা সম্পূর্ণ বদলে যেতে পারে কয়েক ঘন্টার মধ্যেই। টি-টোয়েন্টিতে একজন খেলোয়াড় দাঁড়িয়ে গেলেই বিপক্ষকে তিনি সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারেন।
ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে নিজেদের রায় রেখেছেন বিশেষজ্ঞরা। এবার সেই তালিকায় যুক্ত হলো প্রাক্তন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খানের নাম। ইউনিস খানের মতে বিরাট কোহলি, আজমের থেকেও এই ম্যাচে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছেন অন্য দুই ব্যাটসম্যান। ইউনিস বলেন, বাবর এবং বিরাট নিজের নিজের দলের সেরা খেলোয়াড় এবং অসাধারণ ব্যাটসম্যান। কিন্তু হাইভোল্টেজ ম্যাচের জন্য তার বাজি রোহিত শর্মা এবং মোহাম্মদ রিজওয়ান। তার মতে এই দুই ব্যাটসম্যান নিজেদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সাথে সাথেই তিনি এও জানান, এই মুহূর্তে দাঁড়িয়ে বাবর এবং বিরাটের কোন তুলনা চলে না। কারণ বিরাট ইতিমধ্যেই একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং তিনি নিজেকে প্রমাণ করেছেন অধিনায়ক হিসেবেও। অন্যদিকে বাবরকে এখনও নিজেকে প্রমাণ করতে হবে। তাছাড়া তার অধিনায়কত্ব কেরিয়ারও সবেমাত্র শুরু হয়েছে।
একই সঙ্গে ভারতীয় বোলারদের নিয়েও মুখ খুলেছেন ইউনিস খান। ভারতীয় বোলারদের মধ্যে পাকিস্তানের জন্য জাসপ্রিত বুমরাহকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছেন তিনি। তিনি বলেন, বুমরাহ শেষ কয়েক মাস ধরে অসাধারণ বোলিং করেছেন। তাই তিনি এই ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে একই সঙ্গে ইউনিসের মতো চমৎকার ফর্মে রয়েছেন পাকিস্তানের বোলাররাও। তাই পাকিস্তানের দ্রুতগতির বোলারও ভারতকে সমস্যায় ফেলতে পারে বলেই বিশ্বাস করেন তিনি।