নিজের শহরেই পাতা মৃত‍্যুফাঁদ! সলমনকে মারতে মুম্বইতে রেইকি চালিয়েছিলেন সিধু হত‍্যায় অভিযুক্তরা

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত সিধু মুসে ওয়ালার (Sidhu Moose Wala) সঙ্গে সলমন খানের (Salman Khan) যোগসূত্র। পঞ্জাবি গায়কের সিধুর হত‍্যায় এক অভিযুক্তকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিস। আর তারপরেই প্রকাশ‍্যে এসেছে চাঞ্চল‍্যকর তথ‍্য। ওই ব‍্যক্তি নাকি সলমন খানকেও নজরে রেখেছিলেন। সুপারস্টারকে হত‍্যার অনুকূল পরিবেশ খুঁজতে মুম্বই এসে রেইকি চালিয়েছিলেন তিনি!

পুলিস সূত্রে খবর, সিধু মুসে ওয়ালা হত‍্যাকাণ্ডে গ্রেফতার অন‍্যতম অভিযুক্ত কপিল পণ্ডিত জেরায় কিছু তথ‍্য ফাঁস করেছেন। তিনি নাকি জানিয়েছেন, লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে তিনি সচিন বিষ্ণোই এবং সন্তোষ যাদবের সঙ্গে সলমন খানকে নজরে রাখতে মুম্বইয়ে রেইকি করেছিলেন। সলমনকে হত‍্যা করতে সম্পাত নেহরাকেও দলে টেনে একটা পরিকল্পনা ছকেছিলেন সিধুর হত‍্যাকারীরা, দাবি পুলিসের।

Salman 4
এখনো পর্যন্ত সিধু মুসে ওয়ালা হত‍্যাকাণ্ডে অভিযুক্ত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। সেন্ট্রাল এজেন্সির সহায়তায় ইন্টারপোলের মাধ‍্যমে গ‍্যাংস্টার গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত জুন মাসে সলমন এবং তাঁর বাবা সেলিম খানকে উদ্দেশ‍্য করে একটি হুমকি চিঠি পাঠানো হয়েছিল। প্রাতঃভ্রমণে বেরিয়ে চিঠিটি কুড়িয়ে পেয়েছিলেন সেলিম খান। সেখানে লেখা ছিল, ‘সিধু মুসে ওয়ালার মতো করে দেব!’ শুধু সলমন সেলিম নন, অভিনেতার আইনজীবীও হুমকি চিঠি পেয়েছিলেন।

হুমকি চিঠি পাওয়ার পর থেকে অতিরিক্ত সাবধানী হয়ে গিয়েছেন সলমন। বুলেট প্রুফ গাড়ি কিনেছেন, নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি আদায় করেছেন। সঙ্গে একাধিক দেহরক্ষী নিয়ে ঘুরছেন সলমন। এমনকি ইদেও প্রতিবারের মতো গ‍্যালাক্সির ব‍্যালকনি থেকে ভক্তদের দেখা দেননি তিনি। আর এই খবরের পর থেকে তিনি যে আরো সতর্ক হয়ে যাবেন তাতে সন্দেহ নেই।


Niranjana Nag

সম্পর্কিত খবর