বাংলাহান্ট ডেস্ক : গোটা বিশ্বে আজও সমানভাবে সমাদৃত আচার্য চাণক্য (Acharya Chanakya)। প্রাচীন ভারতের এই মহান পন্ডিত ব্যক্তিটি মানুষের জীবন সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করে গিয়েছেন। চাণক্য নীতি (Chanakya Niti) আজও অনেকের কাছেই বেদবাক্য। বহু মানুষ মনে করেন চাণক্য নীতি অনুসরণ করলে জীবন হতে পারে সুন্দর ও সফলতাপূর্ণ। শুধু জীবনের উন্নতি সাধন নয়, আচার্য চাণক্য মানুষের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে বলে গিয়েছেন তাঁর শাস্ত্রে। তেমনই আচার্য চাণক্য (Acharya Chanakya) বলেছেন এমন কিছু পুরুষের কথা যাদের দেখলেই মেয়েরা কামুক হয়ে ওঠে।
আচার্য চাণক্যর (Acharya Chanakya) নারীদের নিয়ে কিছু নীতি (Chanakya Niti)
পুরুষের প্রতি নারীর ও নারীর প্রতি পুরুষের আকর্ষণ প্রকৃতির নিয়মেই ঘটে থাকে। তবে পুরুষের এমন কিছু গুণ রয়েছে যা নারীদের সহজেই আকৃষ্ট করে। আজ আমরা জেনে নেব তেমন পুরুষদের কথা যাদের নারীরা সহজে পছন্দ করেন।
যে পুরুষ সৎ হন এবং স্ত্রী বা প্রেমিকার কাছে কিছু গোপন করেন না তাদের প্রতি দুর্বল হয়ে থাকেন মহিলারা। সরল ও শান্ত প্রকৃতির পুরুষের প্রতি মহিলাদের বিশেষ আকর্ষণ থাকে। এই ধরনের পুরুষদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেন মহিলারা।
মহিলারা সর্বদা চান যে তার স্বামী বা পার্টনার সর্বদা তাদের কথা মন দিয়ে শুনুক এবং বুঝুক। যে পুরুষ তার স্ত্রীর কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন তাদের প্রতি মহিলারা অত্যন্ত যত্নশীল হন।
চাণক্য বলে গিয়েছেন মহিলারা চেহারার থেকেও গুরুত্ব দেন পুরুষের চরিত্রে। চরিত্রবান পুরুষের প্রতি মহিলাদের আকর্ষণ বরাবর। এছাড়াও যে পুরুষেরা পরিশ্রমী হন তাদের প্রতি বিশেষ মায়া থাকে মহিলাদের।
আরোও পড়ুন : বয়স মাত্র ৩৯! ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলার ক্রিকেটার
যে পুরুষ শান্ত স্বভাবের হয়ে থাকেন তাদের কাছে নারীরা খুব সহজেই ধরা দেন। শান্ত প্রকৃতির মিষ্টিভাষী পুরুষদের প্রেমে হাবুডুবু খান মহিলারা।