বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকটি মানুষের কাছে প্রধান সম্পদ হল তার সম্মান। আচার্য চাণক্য (Acharya Chanakya) এমন কিছু কথা বলে গেছেন যা মেনে চললে আপনার সম্মান থাকবে অক্ষুন্ন। আচার্য চাণক্যর (Acharya Chanakya) এই কথাগুলি যদি মেনে চলা যায় তাহলে সমাজের সম্মান বৃদ্ধি পাবে আপনার। প্রাচীন ভারতের একজন পন্ডিত, অর্থ বিশারদ, কূটনীতিক ছিলেন আচার্য চাণক্য।
তাঁর নীতিশাস্ত্রের বই আজও সমাদৃত। আচার্য চাণক্য (Acharya Chanakya) মানুষের জীবনধারা নিয়ে একাধিক কথা বলে গেছেন। অনেকেই মনে করেন আচার্য চাণক্যর সেই কথা মেনে চললে জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে বাধ্য। আজ আমরা এই প্রতিবেদনে এমন পাঁচটি নীতি (Chanakya Niti) সম্পর্কে আলোচনা করব যেগুলি মেনে চললে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। চলুন দেখে নেওয়া যাক সেগুলি।
আরোও পড়ুন : বাজারে সবজি কিনতে গিয়েই পকেট ফাঁকা হচ্ছে মধ্যবিত্তদের! হু হু করে বাড়ছে দাম, সামনে এল কারণ
আচার্য চাণক্যর মতে কখনো কোনো উদ্দেশ্য বা কাজ ছাড়া কারোর বাড়ি যাওয়া উচিত নয়। নয়ত আপনার সম্মান নষ্ট হতে পারে।
আচার্য চাণক্য বলেছেন নিমন্ত্রণ ছাড়া কখনোই অনুষ্ঠান, পার্টি বা বিয়ে বাড়িতে যাওয়া সমীচীন নয়। আমন্ত্রণ ছাড়া কোনও অনুষ্ঠানে গেলে সেখানে আপনার সম্মান ক্ষুন্ন হতে পারে। এমনকি আপনি অপমানিত হতে পারেন।
আরোও পড়ুন : সাধারণ কিন্তু সুন্দর! রতন টাটার বাড়ির কাছে পাত্তা পাবে না মুকেশ আম্বানির অ্যান্টিলিয়াও
চাণক্যর মতে যখন কারোর বাড়ি আপনি যাবেন সেখান থেকে সময় মতো চলে আসা উচিত। নয়তো সেখানে আপনার সম্মান কমে যেতে পারে।
এছাড়াও কাউকে জিজ্ঞাসা না করে কারোর বাড়িতে থাকা উচিত নয় বলে মত চাণক্যর। সেই কাজ করলে অনেক সময় অপমানিত হতে হয় ব্যক্তিকে।
কাউকে জিজ্ঞাসা না করে কখনোই কারোর বাড়ি যাওয়া উচিত নয়। সর্বদা কারোর বাড়ি যাওয়ার আগে বাড়ির মালিককে জিজ্ঞাসা করা উচিত। এতে আপনার সম্মান বৃদ্ধি পাবে।