এই ৫ ধরনের বন্ধুকে কখনোই বলবেন না মনের কথা, সাবধান করে গিয়েছেন আচার্য চাণক্য

বাংলাহান্ট ডেস্ক : আমাদের প্রিয় বন্ধু বা মানুষকে অনেক সময় আমরা মনের গোপন কথা বলে ফেলি। আবার অনেক সময় গোপন কথা বলে ফেলার পর আফসোস করতে থাকি। তবে বন্ধু ভেবে মনের গোপন কথা যাকে বলছেন সেই কিন্তু ভবিষ্যতে আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে। এমন কিছু বন্ধু রয়েছে যাদের কখনোই মনের গোপন কথা বলা উচিত নয়। আচার্য চাণক্য (Chanakya) স্বয়ং এই বিষয়ে সাবধান বাণী দিয়ে গিয়েছেন।

চাণক্যের (Chanakya) মতে, এই ধরনের মানুষদের কখনোই জানাবেন না মনের গোপন কথা:

আচার্য চাণক্য বলেছেন, এমন অনেকেই থাকবেন যারা আপনার সাফল্যে  ঈর্ষান্বিত হন। এই ধরনের মানুষদের কখনো মনের গোপন কথা জানানো উচিত নয়।

চাণক্য নীতিতে (Chanakya Niti) আচার্য চাণক্য বলেছেন, আপনাকে নিয়ে যারা মজা করে বা উপহাস করে তাদের কখনোই আপনার ব্যক্তিগত কথা জানাবেন না। এই ধরনের মানুষের কাছে আপনার গোপন কথার কোনো গুরুত্ব থাকে না।

আরোও পড়ুন : মিলল না চান্স! ভারতীয় ক্রিকেটারদের বড় ধাক্কা দিল ICC, মাথায় হাত অনুরাগীদের

সবাইকে যারা বন্ধু বানান তাদের কখনোই গোপন কথা বলা উচিত নয়। চাণক্য মনে করেন এই ধরনের মানুষেরা আপনার গোপন কথা বলে দিতে পারে অন্য কাউকে। তাই বিশ্বাস করে এই ধরনের মানুষদের মনের দুঃখ জানানো উচিত নয়।

এমন বহু মানুষ রয়েছেন যারা শুধুমাত্র নিজেদের কথাই চিন্তা করে যান সারাদিন। এই ধরনের মানুষেরা অত্যন্ত স্বার্থপর প্রকৃতির হয়ে থাকেন। তাই আপনার গোপন কথা কখনোই স্বার্থপর মানুষকে বলা উচিত নয়।

Acharya Chanakya niti for friendship

চাণক্য বলছেন, এমন অনেক মানুষ আমাদের চারপাশে রয়েছে যারা অত্যধিক বেশি কথা বলেন। এই ধরনের মানুষেরা পরিস্থিতি না বুঝেই অনেক কথা বলে ফেলেন। তাই সর্বদা এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলা উচিত। এই প্রকৃতির মানুষদের মনের গোপন কথা জানালে ক্ষতি হতে পারে আপনার নিজেরই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর