জীবনে সফলতার রাস্তা আসে কীভাবে? জেনে নিন কী বলছেন আচার্য চাণক্য

বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্য (Acharya Chanakya) প্রাচীন ভারতের এক মহান পন্ডিত ব্যক্তি ছিলেন। তাঁর কূটনীতি, রাজনৈতিক পাণ্ডিত্য, আর্থিক নীতি আজও সমাদৃত সকলের কাছে। মানুষের জীবনে সফলতা আসবে কী করে সেই নিয়েও আলোকপাত করে গেছেন মহান এই পন্ডিত। চাণক্যের (Acharya Chanakya) মতে, একজন মানুষের কর্মের উপর নির্ভর করে তার পরিচিতি।

আচার্য চাণক্যের (Acharya Chanakya) নীতিতে সাফল্যের বর্ণনা

কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই নিয়ে আক্ষেপ না করে, ভালো কাজ করার প্রতি উৎসাহ থাকা দরকার। আচার্য চাণক্য মনে করেন, কর্মের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আসে।আচার্য চাণক্যর মতে, মন থেকে ভালো মানুষের কাজের সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। কোনো ভাবে এই ধরনের মানুষদের দমিয়ে রাখা যায় না। 

Acharya Chanakya success rule

পাশাপাশি জীবনে সফলতা অর্জনের জন্য আচার্য চাণক্য (Acharya Chanakya) সংযমী হওয়ার পরামর্শও দিয়েছেন। আচার্য চাণক্য বলেছেন, জীবনে সফল হতে গেলে ভয়কে জয় করতে হবে। ভয় পেলে মানসিক চিন্তা গ্রাস করে মানুষকে। তখন মানুষ ঝুঁকি নিতে পিছ পা হয়। আচার্য চাণক্যর কথায়, প্রত্যেকটি মানুষের উচিত নিজের যৌবন সময়কে কাজে লাগানো।

আরোও পড়ুন : নতুন সিরিয়াল আনছে ‘বেঙ্গল টপার’এর প্রোডাকশন হাউজ, প্রথমবার জুটিতে এই নায়ক-নায়িকা

যৌবনের দিন ফুরিয়ে গেলে কাজে স্পৃহা থাকে না। যুব সম্প্রদায়ের উচিত মানসিক ও শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে জীবনে অগ্রসর হওয়া। এই মহান পন্ডিত উপদেশ দিয়ে গিয়েছেন, কোনো কাজ শুরু করার আগে সকলের ভাবা উচিত সেই কাজটি তিনি কেন করছেন, সেই কাজের ফলাফল কী হবে এবং সেই কাজে তিনি আদৌ সফলতা লাভ করবেন কিনা।

Acharya Chanakya success rule

এছাড়াও এই মহান পন্ডিতের মতে, নিজের দুর্বলতা অন্যদের সামনে প্রকাশ করা উচিত নয়। যারা নিজেদের দুর্বলতা বা ভীতিকে অন্যের সামনে প্রকাশ করেন তারা সমাজে অবহেলিত হন। আচার্য চাণক্যর কথায়, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। জীবনে সফল হওয়ার জন্য নিজেকে শিক্ষিত ও জ্ঞানী করে তুলতে হবে। শিক্ষার আলো ছাড়া জীবনে সফলতার চূড়ায় পৌঁছানো সম্ভব নয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর