বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে ইতিপূর্বে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। তবে সম্প্রতি নীতি আয়োগের রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেখা গেল উচ্চশিক্ষায় (Higher Education) দারুন ইতিবাচক ফলাফল বাংলার। এই মুহূর্তে সারা দেশে রেকর্ড সংখ্যায় বাড়ছে স্কুলছুটদের সংখ্যা। সেদিক দিয়ে দেখতে গেলে পশ্চিমবঙ্গের ছবিটা বেশ আলাদা। বাংলায় একদিকে যেমন মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে, তেমনি বেড়েছে উচ্চশিক্ষায় ভর্তির হারও।
উচ্চশিক্ষায় (Higher Education) বাংলার ছেলেমেয়েদের নতুন রেকর্ড
গোটা দেশে লাফিয়ে বাড়ছে স্কুলছুটদের সংখ্যা। সেই জায়গায় বাংলায় যেমন মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, তেমনই উচ্চশিক্ষায় (Higher Education) ভর্তির হারও অনেকটাই বেড়েছে। তাতে বহু রাজ্যকে পিছনে ফেলে সামনের সারিতে উঠে এসেছে বাংলা। পরিসংখ্যান বলছে, গত এক দশকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির হারের নিরিখে প্রথম পাঁচে উঠে এসেছে বাংলা। এছাড়া, ছাত্র-শিক্ষক অনুপাত বৃদ্ধির হারের ক্ষেত্রেও এক দশক প্রথম পাঁচে উঠে এসেছে রাজ্য।
নীতি আয়োগের ওই রিপোর্টে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে সঠিক মানের উচ্চ শিক্ষার (Higher Education) প্রসার নিয়েও জানানো হয়েছে। ২০১১-১২ থেকে ২০২১-২২ সালের মধ্যে ১ দশকে রাজ্যগুলিতে উচ্চ শিক্ষার মাপকাঠিতে কি কি পরিবর্তন এসেছে? তা খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি করেছে নীতি আয়োগ। রিপোর্ট বলছে ২০১১-১২ সালে পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ভর্তির হার ছিল ১৩.৬ শতাংশ।
এক দশকের মধ্যেই রাজ্যের ব্যাপক উন্নতি হয়েছে। এখন সারাদেশে ভর্তির হারের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়া অন্য যে রাজ্যগুলি রয়েছে সেগুলি হল কেরল, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং মিজোরাম। তারপরেই পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বলা হচ্ছে ২০২১-২২ সালে বাংলায় ভর্তির হার বেড়ে হয়েছে ২৬.৩ শতাংশ। অন্যদিকে, তামিলনাড়ু, হিমাচল, উত্তরাখণ্ড, কেরল, তেলঙ্গানায় ভর্তির হার বেড়ে হয়েছে ৪০ শতাংশের বেশি।
আরও পড়ুন: শুধুমাত্র এই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! ‘পে লেভেল’ মিশলেই বেতন বাড়বে হু হু করে
এখানেই শেষ নয় রিপোর্ট বলছে, ছাত্র শিক্ষক অনুপাতের দিক দিয়েও এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১১ সালে যেখানে পশ্চিমবঙ্গের ছাত্র শিক্ষকের অনুপাতের হার ছিল ৩৩ জন অর্থাৎ ৩৩ জন ছাত্র পিছু একজন শিক্ষক। সেখানে ২০২১-২২ সালে তা হয়েছে ২৯। উল্লেখ্য ছাত্র-শিক্ষক অনুপাতের দিক দিয়ে গোটা দেশের নিরিখে ২৩ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। তবে এক দশকে উন্নতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে রয়েছে। অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পরেই রয়েছে বাংলা। অন্যদিকে, ছাত্র ও ছাত্রীর মধ্যে অনুপাতের নিরিখে পশ্চিমবঙ্গ ১৩ নম্বরে রয়েছে। রাজ্যে ২০১১-১২ সালে এই অনুপাত ০.৭৬ ছিল আর ২০২১-২২ সালে ছিল ১.০৩। এই উন্নতির ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে উঠে এসেছে।

তবে একটি ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাংলা। বলা হচ্ছে উচ্চশিক্ষার (Higher Education) ক্ষেত্রে খরচের বিষয়ে অন্যান্য রাজ্যগুলি থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের জিডিপি বা জিএসডিপির মাত্র ০.৪৩ শতাংশ খরচ হয় উচ্চশিক্ষায়। সেখানে অসম, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলি প্রায় এক শতাংশের কাছাকাছি অর্থ খরচ করে থাকে উচ্চ শিক্ষার জন্য। এদিকে জনঘনত্বের অনুপাতে বাংলা যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই হিসেবে ১৮ নম্বরে রয়েছে বাংলা। উল্লেখ্য এই মুহূর্তে রাজ্যে মোট ৩৮ টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে সারা দেশের নিরিখে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে কর্নাটকে, ৪৩টি।