বাংলাহান্ট ডেস্ক : আবারও নতুন বিতর্কে এজাজ খান (Ajaz Khan)। উল্লূ প্ল্যাটফর্মে সম্প্রচারিত ‘হাউজ অ্যারেস্ট’ রিয়েলিটি শো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে নেট মাধ্যমে। বিতর্কের আঁচ বিনোদুনিয়া পেরিয়ে পৌঁছেছে রাজনৈতিক মহলেও। আইনি জটিলতাতেও জড়িয়েছেন এজাজ। শুক্রবার অভিনেতা, প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই এবার বড় সিদ্ধান্ত নিল উল্লু অ্যাপ। সরিয়ে দেওয়া হল বিতর্কিত ‘হাউজ অ্যারেস্ট’কে।
এজাজ খানের (Ajaz Khan) বিরুদ্ধে অভিযোগ দায়ের
উল্লু প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে এর আগেও একাধিক বার উঠেছে অভিযোগ, হয়েছে বিতর্ক। এবার চর্চার কেন্দ্রে ‘হাউজ অ্যারেস্ট’। শোটির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন এজাজ খান (Ajaz Khan)। সম্প্রতি এই শোয়ের দুটি দৃশ্য নিয়ে প্রবল আপত্তি ওঠে নেটদুনিয়ায়। একটি পর্বে দেখা যায়, একজন মহিলা প্রতিযোগীকে যৌনতার পাঠ নিয়ে প্রশ্ন করছেন এজাজ। অপর দুই প্রতিযোগীকে তিনি নির্দেশ দেন প্রথ জনকে কিছু ‘পজিশন’ শিখিয়ে দিতে। উঠে আসে ‘কামসূত্র’র প্রসঙ্গও।
দুটি দৃশ্য নিয়ে অভিযোগ: ওই পর্বেই আরেকটি দৃশ্যে মহিলা প্রতিযোগীদের চ্যালেঞ্জ দেওয়া হয়, পোশাকের নীচ দিয়ে অন্তর্বাস খুলে ফেলার। ক্যামেরার সামনেই এমন আপত্তিজনক বিষয় দেখানোর অভিযোগে হাউজ অ্যারেস্ট শোটির বিরুদ্ধে বিষ্ফোরক প্রতিক্রিয়া তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে শিব সেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে। সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, গত বছর মার্চ মাসে অশ্লীল বিষয়বস্তু দেখানোর অভিযোগে ১৮ টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। কিন্তু উল্লু এবং অল্ট বালাজির মতো প্ল্যাটফর্ম দুটি রেখে দেওয়া হল কেন?
On March 14, 2024, the I&B Ministry had blocked 18 OTT platforms, which were found to be streaming obscene and pornographic content.
The 18 Banned OTT Apps
The apps blocked by the government were primarily platforms distributing explicit material. The following 18 apps were…— Priyanka Chaturvedi (@priyankac19) May 1, 2025
সরিয়ে দেওয়া হয়েছে শো: অন্যদিকে বজরং দলের সদস্য গৌতম রাবরিয়া এফআইআর দায়ের করেন এজাজের বিরুদ্ধে। গত শুক্রবার সঞ্চালক এজাজ (Ajaz Khan) সহ প্রযোজক রাজকুমার পাণ্ডে এবং শোয়ের আরো কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বই পুলিশ। তারপরেই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম। তড়িঘড়ি অ্যাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত শো টিকে। তবে উল্লু প্ল্যাটফর্মের তরফে এই শো বন্ধ হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
আরো পড়ুন : খালি পায়ে আগুনের মধ্যে হাঁটা দেখতে উপচে পড়া ভিড়, মন্দিরে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের! আহত ৫০
প্রসঙ্গত, বিগ বসের স্টাইলে সম্প্রচারিত হওয়া হাউজ অ্যারেস্ট শোয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। অনেকে এর সঙ্গে ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ শোয়ের তুলনাও করেন। মাস খানেক আগেই তুমুল বিতর্কের মুখে পড়ে বন্ধ করে দেওয়া হয় শোটি। তবে এই বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি এজাজ।