দোরে দোরে খাবার আর করোনা রোগীদের অক্সিজেন পৌঁছে দেওয়া বাচ্চা মেয়েকেও ধর্ষণের হুমকি!

বাংলাহান্ট ডেস্কঃ আমফান হোক আর করোনা, সবসময় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সে। তবে দুর্যোগ আর মহামারী ছাড়াও গরিব মানুষের পাশে দাঁড়ানো শ্রেয়সী কে চেনেনা অনেক কম মানুষই আছে বাংলায়। শুধুমাত্র একটা ফোন, তারপরই আপনার কাছে পৌঁছে যাবে অক্সিজেন অথবা খাবার, পোশাক। বিগত কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করে যাচ্ছে শ্রেয়সী। এবার সেই মেয়েকেই ধর্ষণের হুমকি দেওয়া হল ফোনে।

শ্রেয়সী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে হুমকিদাতার ফোন নম্বরও দিয়েছে। শ্রেয়সী লিখেছে, ‘এই নম্বর থেকে আমাকে রেপ থ্রেট দেওয়া হচ্ছে রীতিমতো। সারাদিন রোদে জলে ঘুরে কাজ করছি, সাংঘাতিক ভাবে রেপ থ্রেট দিচ্ছে আমাকে। “রাতের রেট” কত নেবেন অশ্লীলভাবে রেপ থ্রেট দেওয়া হচ্ছে আমাকে এই নাম্বার থেকে। সমস্ত ফোন রেকর্ডিং আমার কাছে আছে। এবং হুমকি দিয়েছে আমাকে যে ” রেপ করে আমাকে কেটে ঝুলিয়ে দেওয়া হবে” এবং এই কথাও বলা হয়েছে পাবলিকের সামনে রেপ করবে আমায়। কেঁদে চলেছি আমি এইসব শোনার পর থেকে। এত কাজের এই দাম???!!!!!”

শ্রেয়সী শুধু অসহায় মানুষদেরই পাশে দাঁড়ায় না, সে অবলা পশু-পাখিদেরও দেখভাল করে। রাস্তার কুকুরদের জন্য সর্বদাই মন কাঁদে তাঁর। যেই মেয়েটি অসহায় মানুষ আর অবলা পশুদের পাশে দেবদূত হয়ে দাঁড়ায়, তাঁকে এভাবে হুমকি দেওয়ায় তাজ্জব সবাই।

Koushik Dutta

সম্পর্কিত খবর