বাংলা হান্ট ডেস্ক: অমিতাভ বচ্চনের বাড়ি জলসার সামনে শুরু হল বিক্ষোভ। ব্যানার, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু মানুষ। মেট্রোর জন্য নির্বিচারে বৃক্ষ নিধন চলবে না। অমিতাভ বচ্চন কেন বনাঞ্চল কেটে মেট্রোর জন্য জায়গা করে দিতে বললেন, তা বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু মানুষ।
#SaveAarey activists protest outside @SrBachchan's Jalsa.
Here's why: https://t.co/ceAwnb0Rlu pic.twitter.com/0JlzTHMgSf
— TOI Plus (@TOIPlus) September 18, 2019
রিপোর্টে প্রকাশ, মেট্রোর সম্প্রসারণের জন্য অ্যারে বনাঞ্চলের প্রায় ২৭ হাজার গাছ কাটা পড়বে বলে জানানো হয় বৃহ্নমুম্বই পুরনিগমের তরফে। যে খবর প্রকাশ্যে আসার পর থেকেই সক্রিয় হয়ে ওঠেন অ্যারে বাঁচাও কমিটির বেশ কিছু কর্মী। মেট্রোর সম্প্রসারণের জন্য নির্বিচারে বৃক্ষ নিধন করা চলবে না বলে দাবি করা হয়। এরপরই ট্যুইট করেন বিগ বি।
T 3290 – Friend of mine had a medical emergency, decided to take METRO instead of his car .. came back very impressed .. said was faster, convenient and most efficient ..
Solution for Pollution ..
Grow more trees .. I did in my garden .. have you— Amitabh Bachchan (@SrBachchan) September 17, 2019
তিনি বলেন, প্রতিদিনের চলাচলের অন্যতম দ্রুততম মাধ্যম হল মেট্রো। গাড়ির তুলনায় আগে চলে মেট্রো। বিগ বি-র ওই ট্যুইট সামনে আসার পর থেকেই অমিতাভের বাংলো জলসার সামনে বিক্ষোভ শুরু করেন অ্যারে বাঁচাও কমিটির কর্মীরা।
শুধু তাই নয়, বাগানে গাছ লাগিয়ে কখনও কোনও বনাঞ্চল তৈরি করা যায় না বলে অ্যারে বাঁচাও কমিটির পক্ষে দাবি করা হয়। প্রসঙ্গত, অমিতাভ বচ্চন তাঁর ট্যুইটে বলেন, তাঁর এক বন্ধু চিকিৎসার জন্য গাড়ির পরিবর্তে মেট্রো তে যান এবং গাড়ির থেকে বেশি তাড়াতাড়ি পৌঁছে যান। তাই তিনি বলেন দূষণ রোধ করতে প্রত্যককে আরও বেশি করে গাছ লাগাতে হবে। প্রত্যেকে নিজের বাগানে বেশি করে গাছ লাগান। বিগ বি ও তার বাড়ির বাগানে গাছ লাগিয়েছেন। বিগ বি-র ওই ট্যুইটের পর থেকেই শুরু হয় বিক্ষোভ।