ছোটপর্দায় বিশ্বনাথ বসু! কোন চ্যানেলে আসছে নতুন গল্প ‘হরি ঘোষের গোয়াল’?

বাংলা হান্ট ডেস্ক : বহুদিন পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। ইদানিং বাংলা সিরিয়ালের ধারায় এসেছে আমূল পরিবর্তন। তাই ট্রেন্ডে গা ভাসিয়েই এখন খুব অল্প সময়েই শেষ হয়ে যাচ্ছে অধিকাংশ বাংলা সিরিয়াল। এই অনিশ্চয়তার কারণেই এবার ছোটপর্দার দর্শকদের জন্য পুরনো ধারা ফিরিয়ে আনছে বেশ কিছু চ্যানেল কর্তৃপক্ষ। আগে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হত কয়েকশো পর্বের টেলিফিল্ম।

ছোটপর্দায় ফিরছেন বিশ্বনাথ বসু (Biswanath Basu)

এবার সেই টেলিফিল্ম গুলির ধাঁচেই ছোটপর্দায় আসছে বেশ কিছু টেলি সিরিজ। কালার্স বাংলার ১০০ পর্বের এই টেলি সিরিজের হাত ধরেই বহুদিন পর আরও একবার ছোট পর্যায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। এক ঝাঁক বাংলা সিরিয়ালের ভিড়ে দর্শকদের বিনোদনের স্বাদ বদল  করতেই এবার কালার্স বাংলার পর্দায় আনা হচ্ছে এই ১০০ টি পর্বের টেলি সিরিজ।

একটা সময় বাংলা টেলিভিশনের পর্দায় এই ধরনের টেলি সিরিজগুলি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার সেই পুরনো ধারাকেই নতুন রূপে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। নতুন টেলিফিল্ম ‘হরি ঘোষের গোয়াল’ দেখা যাবে সপ্তাহে দু’দিন। বিশ্বনাথ বসু (Biswanath Basu) অভিনীত এই সাপ্তাহিক টেলি সিরিজটি থাকছে আদ্যোপান্ত কমেডিতে মোড়া। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায়।

‘ঘোষ বাড়ি’কে কেন্দ্র করেই তৈরী হয়েছে ভরপুর কমেডিতে মোড়া এই টেলি সিরিজের গল্প। সেই বাড়ির কর্তা হলেন হরি প্রসন্ন ঘোষ। পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু। জানা যাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শুরুর দিকেই সম্প্রচারিত হবে টেলি সিরিজ।

আরও পড়ুন : মাঝপথে সিরিয়াল ছাড়লেন এই অভিনেতা! আচমকা কেন নিলেন এমন সিদ্ধান্ত?

নতুন কাজের খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসুও। এদিন ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘গরু সম্বোধন আমি আজন্মকাল ধরে শুনে আসছি, তবে সরাসরি গোয়ালে গিয়ে বাস হবে তা ভাবিনি। আবার সঙ্গে বেশকিছু উচ্চমার্গীয় গরু আছে।তবে গোয়ালখানা আমার নামে। আমার নাম হরি প্রসন্ন ঘোষ আর ঠিকানা হরি ঘোষের গোয়াল।’

জানা যাচ্ছে, প্রত্যেক সপ্তাহের শনিবার ও রবিবার এই টেলি সিরিজের এক একটি পর্ব সম্প্রচারিত হবে। এই টেলি সিরিজ প্রসঙ্গে  আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেছেন, ‘এই ধরনের টেলি সিরিজ এক সময় দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাই আবারও সেই চেনা ছকের ধাঁচ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর