কোন মন্ত্রবলে দোলনকে খুশি রাখেন দীপঙ্কর? এবার মুখ খুললেন স্বয়ং অভিনেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দীপঙ্কর দে-দোলন রায়, এই দুজনকে নিয়ে চর্চার শেষ নেই টলিউডে। টলি জগতের এই জুটি বেশ কিছু বছর ধরে লিভ ইন করার পর আইনত বিয়ে করেছেন। বেশ কয়েক বছর একসাথে থাকার পর ২০২০ সালে দীপঙ্কর ও দোলন আইনত বিয়ের সিদ্ধান্ত নেন। আইনত বিয়ের পরই হাসপাতালে ভর্তি হতে হয় দীপঙ্কর দেকে।

সেই বিষয়টি নিয়েও চর্চা কম হয়নি। সমাজ মাধ্যমে সেই সময় বেশ হাসাহাসিও হয়। কিন্তু হাজার প্রতিবন্ধকতার পরেও অটুট দীপঙ্কর-দোলন জুটি। অনেকেই প্রশ্ন করে থাকেন এনাদের দুজনের সুমধুর সম্পর্কের চাবিকাঠিটা ঠিক কী? সৌরভ গঙ্গোপাধ্যায়ও একদিন এই প্রশ্ন করেছিলেন দীপঙ্কর-দোলনকে।

আরোও পড়ুন : কড়া নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার! এই কাজটি করতেই হবে সব কর্মচারীদের, নাহলে পাবেন না আর কোন সুবিধাই

কয়েক বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘দাদাগিরি’ অনুষ্ঠানে এসেছিলেন দীপঙ্কর দে-দোলন রায়। এই অনুষ্ঠানেই সৌরভ দীপঙ্কর-দোলনকে জিজ্ঞাসা করেন যে তাঁদের সুখী দাম্পত্যের রহস্যটা কী? হাসি মুখে দীপঙ্কর সৌরভের প্রশ্নের জবাবে বলেন, “কিছুই না তেমন। একটু ভালো মন্দ খাওয়ানো, দেশে-বিদেশে ঘুরতে নিয়ে গেলেই খুশি থাকে বউ। খাটতে হয় না আর তেমন।”

দীপঙ্কর দের এই সহজ সরল উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন অনেকে। সম্প্রতি কন্যা সন্তানকে হারিয়ে রীতিমতো শোকে বিহ্বল হয়ে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা। সেই সময় দোলন রায় একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “উনি এখন কথা বলার পরিস্থিতিতে নেই। সন্তান চলে গিয়েছে আর আমরা যাব না। দীপঙ্করের খুবই মনখারাপ, কথা বলতে পারছেন না।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X