বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকে প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকদের একাংশ। জুনিয়র ডক্টরস ফ্রন্টের সেই আন্দোলনের অন্যতম ‘মুখ’ হলেন কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। এবার এই চিকিৎসক-অভিনেতাকে নিয়েই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। অবশেষে এই নিয়ে মুখ খুললেন তিনি।
বিজ্ঞাপন বিতর্কে কী বললেন কিঞ্জল (Kinjal Nanda)?
ডাক্তারি পড়ুয়া হওয়ার পাশাপাশি কিঞ্জল বিনোদন জগতের পরিচিত মুখ। অভিনেতা হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে তাঁর। পর্দার শুধু নয়, বর্তমানে অনেকেই তাঁকে ‘বাস্তবের নায়ক’ বলে সম্বোধন করেন। সম্প্রতি সেই চিকিৎসক-অভিনেতাকেই একটি মাত্র বিজ্ঞাপনের (Advertisement) কারণে সমাজমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে।
সম্প্রতি একটি স্টিল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে কিঞ্জলকে (Kinjal Nanda)। পরনে সবুজ রঙের শার্ট, হাতে ইস্পাতের রড। সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একাংশের রোষের মুখে পড়েছেন প্রতিবাদী এই চিকিৎসক-অভিনেতা।
আরও পড়ুনঃ সুন্দরবন বা কোচবিহারে পাঠানোর হুমকি! ‘ব্যাগ গুছিয়ে রাখুন’! কাকে নিশানা কুণাল ঘোষের?
কেউ তাঁকে ‘মৌত কা সওদাগর’ বলে তোপ দেগেছেন, কারোর আবার দাবি আরজি কর কাণ্ডের নির্যাতিতার কাহিনীকে সামনে রেখে নিজেকে ‘ব্র্যান্ড’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন কিঞ্জল। এবার এই নিয়ে মুখ খুললেন তিনি নিজে।
সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় কিঞ্জল বলেন, ‘অভিনয় বা মডেলিং করছি মানে এটা নয় যে মূল আন্দোলন থেকে সরে এসেছি’। প্রয়োজন পড়লে ফের পথে নামবেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে যে বিজ্ঞাপনের জেরে এত বিতর্ক (Controversy), সেই প্রসঙ্গে বলেন, এই বিজ্ঞাপন এখনকার নয়, বরং অনেক আগেই এর শ্যুটিং হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে এখন এটি প্রকাশ্যে আনা হয়েছে।
কিঞ্জল (Kinjal Nanda) বলেন, ‘যারা আক্রমণ করছেন, তাঁরা ভুলে গিয়েছেন, আমি ডাক্তারের পাশাপাশি একজন অভিনেতাও। সেই কারণেই আমায় বিজ্ঞাপনের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাঁদের যুক্তি যদি মেনে নিতে হয়, তাহলে কি আমি অভিনয় করব না?’