টেলিভিশনের জনপ্রিয় জুটি জিতু-নবনিতার বাড়ি সেজে উঠেছে লক্ষ্মী পূজোর আলোয়ে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এই কয়েকদিন আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হন টেলিভিশনের জনপ্রিয় জুটি জিতু-নবনিতা। টেলিভিশনের পর্দা থেকে বেরিয়ে বাস্তবে জুটি বাঁধেন বেঁধেছেন তারা। তাঁদের সেই শুভ পরিণয়ের খবর পেয়ে বেজায়ে আনন্দিত হয়ে পড়েন তাদের ফ্যানরা।

 

‘অর্ধাঙ্গিনী’ নামের একটি মেগা ধারাবাহিকে প্রথম একসঙ্গে দেখা হয় তাদের। সেখান থেকেই পথ চলা একসাথে। এরপরই রিল থেকে রিয়েল-এও দমদার জুটি হয়ে ওঠেন তাঁরা। 

বিয়ের পর প্রথম দুর্গা পুজো এবং তার পরে লক্ষ্মী পুজো জমিয়ে কাটালেন জিতু কমল এবং নবনিতা দাস। ব্যস্ত জীবেন প্রতিদিনের ব্যস্ততা থেকে সময় বের করে নিয়ে বাড়িতে লক্ষ্মীর আরাধনা করেন জিতু-নবনিতা। এ বিষয়ে জিতু কমল জানান, রবিবার মাত্র ৪ ঘণ্টার মধ্যে লক্ষ্মী প্রতিমা বাড়িতে এনে সাজিয়ে গুছিয়ে পুজোয় বসেন তাঁরা। জমিয়েই লক্ষী পুজোটা কাটালেন এই নব দম্পতি। 

ওই ৪ ঘণ্টা সময়ের মধ্যেই আলপনা দেওয়া থেকে শুরু করে, মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দেওয়া, সবকিছুই সারেন জিতু-নবনিতা। নিজেদের সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট ও করেন লক্ষী পূজোর ছবি।

X