ক‍্যানসারের বিরুদ্ধে থামল জীবনের যুদ্ধ, মাত্র ৩০ বছর বয়সে অকালমৃত‍্যু তরুণ অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত জনপ্রিয় অভিনেতা কিশোর দাস (Kishor Das)। ক‍্যানসারের সঙ্গে পাঞ্জা লড়াইয়ে শেষমেষ হার স্বীকার করতে হল তরুণ অভিনেতাকে। উজ্জ্বল কেরিয়ার, অনুরাগীদের ছেড়ে পরপারে পাড়ি দিলেন অসমিয়া অভিনেতা। মাত্র ৩০ বছর বয়সে স্তব্ধ হয়ে গেল তাঁর হৃদস্পন্দন।

ব্লাড ক‍্যানসারে আক্রান্ত ছিলেন কিশোর দাস। অনেকদিন ধরেই চলছিল চিকিৎসা। অসমেই প্রথমে চিকিৎসা করাচ্ছিলেন তিনি। কিন্তু তেমন ফল না পাওয়ায় মুম্বই নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখান থেকে আবার চেন্নাই যান অভিনেতা। জানা যাচ্ছে, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপরেই তাঁর শারীরিক পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়।

IMG 20220702 221353
শেষমেষ জীবনযুদ্ধে হার মানতে হয় অভিনেতাকে। চেন্নাইয়েরই এক হাসপাতালে মৃত‍্যু হয় তাঁর। মাত্র ৩০ বছরেই শেষ হয়ে গেল একটা প্রাণ। অভিনেতা কিশোর দাসের অকালমৃত‍্যুর খবর স্তব্ধ করে দিয়েছে অসমিয়া বিনোদন ইন্ডাস্ট্রিকে।

অভিনয়ে আসার আগে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক পাশ করেন তিনি। তাঁর অভিনয় খুব কম সময়েই জনপ্রিয়তা এনে দিয়েছিল। বড়পর্দা থেকে ছোটপর্দা সর্বত্রই কাজ করেছেন কিশোর দাস। পাশাপাশি প্রায় ৩০০ টি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি। তাঁর গান অসমিয়া ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার চূড়ায় থেকেছে। টেলিভিশনেও একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি।

তাঁর জনপ্রিয় ছবির মধ‍্যে রয়েছে বৃন্দাবন, প্রেম বন্ধকি, দাদা তুমি দুষ্টু বড়। এর মধ‍্যে শেষ ছবিটি এখনো প্রেক্ষাগৃহে চলছে। সোশ‍্যাল মিডিয়াতেও অত‍্যন্ত জনপ্রিয় ছিলেন কিশোর দাস। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ‍্যা প্রায় দু লাখ। অভিনেতার মৃত‍্যুতে শোকের ছায়া অনুরাগী মহলে।


Niranjana Nag

সম্পর্কিত খবর