গায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রকাশ্যে, ‘অমরসঙ্গী’ শুনে উচ্ছসিত দর্শক মঞ্চ

বাংলা হান্ট ডেস্ক : অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এবার নতুন পরিচয়ে এলেন প্রকাশ্যে।সিনেমাপ্রেমীদের মন জিতল তাঁর গলায় অমরসঙ্গী শুনে।মঞ্চ কাঁপালেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর সঙ্গী স্ত্রী তথা অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। তাঁর জনপ্রিয় ছবি ‘অমরসঙ্গী’ গানটি গাইলেন দুজনে।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অনুষ্ঠান প্রসঙ্গে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় বলেন ‘শ্যাম উৎসব ২০১৯’ এর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়। সেখানেই তাঁদের গলায় শোনা গেল বাপ্পি লাহিড়ী সুরে সেই জনপ্রিয় গান।

Screenshot 20190823 114718 Facebook

প্রসঙ্গত, ‘অমরসঙ্গী’ সুজিত গুহ পরিচালিত ছবিটি ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার অন্যতম হিট ছবি। অভিনেতা হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারে অন্যতম ল্যান্ডমার্ক এই ছবি। তাদের অনেক অনেক শুভেচ্ছা।

সম্পর্কিত খবর