বাংলা হান্ট ডেস্ক: রোজভ্যালি সারদা কাণ্ডে ফের নড়েচড়ে বসেছে সরকার একের পর এক বড় বড় তারকা নেতা-নেত্রীদের ডেকে পাঠাচ্ছে তদন্তকারীরা। ঋতুপর্ণা সেনগুপ্তের পর এবার অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি হাজিরা দিলেন ইডির দফতরে। শুক্রবার বেলা ১১টা নাগাদ প্রসেনজিৎ পৌঁছন সিজিও কমপ্লেক্সে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় টানা সাড়ে ৬ ঘন্টা ধরে। জানা গেছে, রোজভ্যালি সংস্থার সঙ্গে তাঁর আর্থিক লেনদেন ও চুক্তি হয়েছিল কি না তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে দেখা গিয়েছিল রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে। কেন তিনি গিয়েছিলেন এই অনুষ্ঠানে?, তাহলে কি দু-পক্ষের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল? এমনই বিভিন্ন বিষয় বিষয় খতিয়ে দেখছে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।
এদিন ইডির দফতর থেকে বেরিয়ে এসে প্রসেনজিৎ সাংবাদিকদের বলেন, ‘আমাকে ডাকা হয়েছিল তদন্তের জন্য। সহযোগিতা করেছি। ভবিষ্যতের আবারও ডাকা হলে আবার সহযোগিতা করব।’