‘আমি নিজেকে ইন্ডাস্ট্রি বলিনি, আমাকে এত গালাগালি করবেন না’, আর্জি প্রসেনজিতের

বাংলাহান্ট ডেস্ক: একটা মানুষকে নিয়ে কি কখনো ইন্ডাস্ট্রি হয়? একাধিক অভিনেতা অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কলাকুশলীদের নিয়েই তো গড়ে ওঠে একটা বিনোদন ইন্ডাস্ট্রি। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) একাই ‘ইন্ডাস্ট্রি’ শিরোপা নিয়ে বসে আছেন। তাঁর নামের সঙ্গে সঙ্গেই উচ্চারিত হয় ‘ইন্ডাস্ট্রি’ শব্দটি।

একটা ছবি, ‘অটোগ্রাফ’। যে ছবিটা নায়ক প্রসেনজিৎকে নতুন রূপে চিনিয়েছিল সিনেপ্রেমীদের। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটিতে ছিল একটি সংলাপ, ‘আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি’। তারপর থেকেই এই তকমা পাকাপাকি ভাবে জুড়ে গিয়েছে তাঁর নামের সঙ্গে। এর জেরে কখনো সখনো ট্রোলও হতে হয়েছে তাঁকে।

Prosenjit Chatterjee 2
বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন প্রসেনজিৎ নিজেই। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে অটোগ্রাফ এর আইকনিক সংলাপটি বলতে শোনা যায় পর্দার ‘অরুণ চ্যাটার্জি’কে। এরপরেই প্রসেনজিৎ বলেন, ‘বিশ্বাস করুন, এই কথা আমার নয়। সৃজিত মুখোপাধ্যায়ের লেখা সংলাপ, অটোগ্রাফ ছবির জন্য।’
তিনি আরো বলেন, ‘আমি যেভাবে ‘আমি চুরি করিনি’ বলি, সেভাবেই বলছি আমি নিজেকে ইন্ডাস্ট্রি বলিনি, বিশ্বাস করুন। আমাকে এত গালাগালি করবেন না’।

এর আগেও এ বিষয়ে মুখ খুলেছিলেন প্রসেনজিৎ। নিজের ‘ইন্ডাস্ট্রি’ তকমা নিয়ে মজা করে প্রশ্ন তুলেছিলেন প্রসেনজিৎ, “আমি ইন্ডাস্ট্রি হলে দেব কি শ্রমিক?” নিজেকে নিয়ে নিজেই তামাশা করেছিলেন অভিনেতা।

https://www.instagram.com/reel/Cld-hPZjzfc/?igshid=YmMyMTA2M2Y=

 

প্রসঙ্গত, দেখতে দেখতে টলিউডে ৩৫ বছর পূর্ণ করে ফেলেছেন প্রসেনজিৎ। শিশুশিল্পী হিসাবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। বড় হয়ে নায়ক হিসাবে কেরিয়ার শুরু করেন প্রসেনজিৎ। ‘পোয়েনজিৎ’ থেকে প্রসেনজিৎ হয়ে ওঠেন একটার পর একটা ছবি উপহার দিয়ে। আগামীতে ‘কাবেরীর অন্তর্ধান’ ছবিতে দেখা যাবে প্রসেনজিৎকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর