বাংলাহান্ট ডেস্ক: একের পর এক অভিনেতার অসুস্থতার খবর আসছে বিনোদন ইন্ডাস্ট্রি থেকে। প্রথমে বলিউড আর এখন টেলিপাড়া থেকেও এল চিন্তার খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। তবে এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি।
টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। এই মুহূর্তে স্টার জলসার ‘গুড্ডি’ সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। শুটিংয়ের সময়েই বিপত্তি ঘটে হঠাৎ। গত শনিবার গাড়ি থেকে নামার সময়েই হঠাৎ করে পায়ে যন্ত্রণা শুরু হয় রণজয়ের। পায়ে ভর দিয়ে দাঁড়ানোর অবস্থাও ছিল না তাঁর। সেদিন রাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
অবশ্য বেশিদিন হাসপাতালে থাকতে হয়নি রণজয়কে। রবিবার দিনই ছাড়া পেয়ে যান তিনি। অভিনেতা জানান, সমস্যার মূল অনেক পুরনো। ১০ বছর আগের এক ঘটনা থেকে এই অবস্থার সূত্রপাত। হরনাথ চক্রবর্তীর ‘রশ্নি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন রণজয় বিষ্ণু।
তিনি জানান, সেই সিরিয়ালের শুটিংয়ের সময়েই বড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন। কোমরে চোট লেগেছিল তখন। কিন্তু চোটটা যে গুরুতর সেটা বুঝতে পারেননি রণজয়। স্লিপ ডিস্ক হওয়ার পর বিষয়টা গুরুতর হয়ে ওঠে। এখনো ফিজিওথেরাপি চলছে বলে জানান রণজয়।
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। কিন্তু নায়ক শুটিং না করলে মেগা বন্ধ। তাই মাত্র তিন দিন বিশ্রামে থাকার পরেই আবার শুটিংয়ে ফিরে গিয়েছেন রণজয়। তবে তিনি জানান, দাঁড়িয়ে বেশি শট দিচ্ছেন না। মূলত বসেই বেশি শট দেওয়ার চেষ্টা করছেন রণজয়। অনুরাগীদের বিশেষ উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।