অভিনেতা ঋষি কাপুর খুব তাড়াতাড়ি ফিরতে চলেছেন অভিনয়ে, অপেক্ষায় অনুরাগীরা

 

বাংলা হান্ট ডেস্ক : ক্যানসারের চিকিত্সার জন্য দীর্ঘদিন নিউ ইয়র্কে ছিলেন ঋষি কাপুর।আগামী আগস্টে মুম্বইতে ফিরতে পারেন তিনি।

 

অভিনেতা বলেন, ‘‘হ্যাঁ, আমি অগস্টের শেষের দিকে মুম্বইতে ফেরার পরিকল্পনা করছি। দেখা যাক চিকিত্সকরা কী বলেন। আমি অনেকটা ভাল আছি। সুস্থ বোধ করছি। ফেরার আগে নিশ্চয়ই ১০০ শতাংশ সুস্থ হয়ে যাব।’’তবে তিনি জানান তাঁর পরিবার ও অনুরাগীদের প্রার্থনা কাজে এসেছে।

adbad img 20190615 wa0004

গত এক বছরে ১৮ মাস ধরে নিউ ইয়র্কে ক্যানসারের চিকিত্সার জন্য রয়েছেন ঋষি। প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আমির খান, অনুপম খের, আলিয়া ভট্ট, জাভেদ আখতার, ভিকি কৌশলের মতো বহু তারকা তাঁকে দেখতে গিয়েছিলেন।তবে তিনি তাঁর স্ত্রী নীতু কাপুরের পাশে থাকার কথা বিশেষভাবে বলেছেন।সুস্থ হয়েই শুটিং ফ্ল্যোরে যে ফিরতে চান সেকথা জানাতে ভোলেননি অভিনেতা।

সম্পর্কিত খবর