ভারত জুড়ে ৩০০ শহরে একেবারে ফ্রি! এভাবে বিনামূল্যে পান শাহরুখের ‘জওয়ান’র প্রথম দিনের টিকিট

বাংলা হান্ট ডেস্ক : টিনসেল নগরীর বাদশা তিনি। বড় পর্দায় তার উপস্থিতিই বক্সঅফিসে সুনামি আনার জন্য যথেষ্ট। আর তার প্রমাণ পাওয়া গেল ‘জওয়ান’ (Jawan) ছবির প্রি বুকিং-র অঙ্ক থেকেই। সূত্রের খবর, ইতিমধ্যেই রেকর্ডভাঙা টিকিট বিক্রি হয়েছে। আগামি ৭ সেপ্টেম্বর গোটা দেশজুড়ে মুক্তি পাবে শাহরুখ (Shah Rukh Khan) অভিনীত ‘জওয়ান’। তারমধ্যেই সামনে এল বড় খবর।

আসলে শাহরুখের ছবি মানেই উন্মাদনা। আর তা কেবল ভারতে নয় বরং গোটা বিশ্বে। দুনিয়ার সব প্রান্তেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসআরকে ফ্যান। আর তাই তো বাদশার ছবি মুক্তি পেলেই গোটা বিশ্ব জুড়ে শুরু হয়ে যায় দীপাবলীর আমেজ। সেই সূত্র ধরেই এবার খবর, বিশ্বের ৬০ টি দেশে এবং ভারতের ৩০০ টি শহরে ৮৫,০০০ ভক্ত ‘জওয়ান’ বিনামূল্যে দেখতে পারবেন।

জানা যাচ্ছে এই যুগান্তকারী পরিকল্পনা করছে শাহরুখ খানের ফ্যান ক্লাব। ভারতের ৩০০ টিরও বেশি শহরে শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব দ্বারা জওয়ানের অনেক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এইদিন টুইট করে জানানো হয় যে, ফার্স্ট ডে ফার্স্ট শো-র জন্য অন্তত ৮৫ হাজার ভক্তের অংশগ্রহণের প্রত্যাশা করছেন।

 

সাথে এই টুইটে আরও বলা হয়েছে, ‘আমরা জওয়ান-কে সারা দেশে উদযাপনের জন্য স্বাগত জানানোর পরিকল্পনা করছি।’ এর পাশাপাশি যদি ‘জওয়ান’র অগ্রীম বুকিং-র কথা বললে জানিয়ে রাখি গত শনিবারই প্রায় ৮০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। তবে রবিবার আসতে আসতে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লাখে। ৭ তারিখ পৌঁছাতে পৌঁছাতে এই সংখ্যা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : স্বপ্ন হবে সত্যি, মাধ্যমিক পাশেই পেয়ে যান ISRO-র চাকরি! অপেক্ষা করছে মোটা বেতন

প্রসঙ্গত উল্লেখ্য, শাহরুখ খানের ‘জওয়ান’-এর আগে, এসআরকে ইউনিভার্স ফ্যান ‘পাঠান’ মুক্তির সময় এই একই উন্মাদনা দেখিয়েছিল। দেশজুড়ে প্রায় ২০০ টি হলে ছবিটি দেখানোর ব্যবস্থা করেছিল ভক্তরা। সেইবার প্রায় ৫০ হাজার ভক্ত অংশগ্রহণ করেছিল এই প্রোগ্রামে। আর এবার দেশের ৩০০ টি শহরে ৮৫ হাজার ভক্ত ‘জওয়ান’ দেখবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর