মুখে মাস্ক, উদ্বিগ্ন চেহারা! আচমকাই আরজি করে ছুটলেন দেব! হঠাৎ কী হল?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিনোদন থেকে শুরু করে রাজনীতি, সর্বত্র অবাধ বিচরণ তাঁর। অভিনেতা এবং রাজনীতিবিদ দুই ভূমিকাতেই অত্যন্ত সফল দেব (Dev)। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে ছক্কা হাঁকাচ্ছে তাঁর নতুন ছবি ‘খাদান’। এরই মাঝে আচমকা আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) পৌঁছলেন তিনি। শনিবার হাসপাতালে প্রবেশের সময় ক্যামেরাবন্দি হন অভিনেতা-সাংসদ।

আচমকা আরজি করে কেন পৌঁছলেন দেব (Dev)?

সমাজমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেবের সেই ভিডিও। সেখানে দেখা যাছে, কালো রঙের হুডি পরে হাসপাতালে প্রবেশ করেছেন তিনি। মুখে লাগানো মাস্ক। আসলে এই মুহূর্তে আরজি কর হাসপাতালে চিকিৎসা চলছে দেবের ‘বাঘাযতীন’ ছবির পরিচালক অরুণ রায়ের। দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত তিনি। এদিন তাঁকে দেখতেই হাসপাতালে ছুটে যান অভিনেতা।

কয়েকদিন আগেই ‘বাঘাযতীন’ পরিচালকের আরোগ্য কামনা করে পোস্ট করেছিলেন ঘাটালের তৃণমূল (Trinamool Congress) সাংসদ তথা টলি সুপারস্টার দেব। অরুণের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘বাঘাযতীনের পিছনের আসল মানুষ। আমার বন্ধু। আমার পরিচালক। অসাধারণ প্রতিভাধর। অরুণদা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তুমি জানো আমরা তোমাকে কতখানি ভালোবাসি’।

আরও পড়ুনঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজি! ‘এই’ BJP বিধায়ককে তলব পুলিশের! তোলপাড় রাজ্য

এদিকে কয়েকদিন আগেই জানা গিয়েছিল, অরুণ রায়ের (Arun Roy) শারীরিক অবস্থা সঙ্কটজনক। জানা যাচ্ছে, এই মুহূর্তে মেডিসিন ওয়ার্ডের এইচডিইউ-তে পরিচালকের চিকিৎসা চলছে। এদিন তাঁকে দেখতেই সোজা হাসপাতালে ছুটে গেলেন দেব।

Dev

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কর্কট রোগের বিরুদ্ধে লড়াই করছেন ‘বাঘাযতীন’ (Bagha Jatin) ছবির পরিচালক। তা সত্ত্বেও কাজ থামাননি। দেব অভিনীত ‘বাঘাযতীন’ ছবির শ্যুটিং চলাকালীনও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তাঁকে থামানো যায়নি। তখনই পরিচালকের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর সামনে আসে।

এই নিয়ে দেবের (Dev) ছবির পরিচালক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘অসুস্থ ভাবলেই অসুস্থ, আজকাল ক্যান্সার কোনও বিরাট রোগ নয়। অন্তত আমার কাছে নয়। বহু মানুষের হচ্ছে, আমারও হয়েছে। আমি এটা নিয়ে কিছু ভাবছি না। আমার ডাক্তাররা ভাবছেন, কেন ভাবতে যাব বলুন তো?’

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X