বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে চলছে লকডাউন। অনেকেই আটকে পড়েছেন প্রবাসে। বাড়ির জন্য ছটফট করছেন সকলেই। এদেরই একজন সঞ্জয় রামফল। অভিনেতা সঞ্জয় মুম্বাইয়ে গিয়েছিলেন একটি ছবির অডিশন দিতে।
লকডাউনের কারনে সেখানেই তিনি আটকে পড়েছিলেন। মুম্বাইয়ে তিনি ফোনে খবর পান মা গুরুতর অসুস্থ । দুশ্চিন্তায় থাকতে পারছিলেন না । মায়ের জন্য মন ছটফট করছিল । তাই সময় নষ্ট না করে অনলাইনে পুরানো সাইকেল কেনেন । তারপর ওই সাইকেলে করে ১১ এপ্রিল বাড়ির উদ্দেশে রওনা দেন ।
https://www.instagram.com/p/BJEa1LLgREZ/?igshid=vfswajfb6taz
সঞ্জয় জানিয়েছেন লকডাউনের মধ্যে এই যাত্রাপথ সহজ ছিল না। প্রতিদিন ৮০ থেকে ৯০ কিলোমিটার পাড়ি দিত। শারীরিক শ্রমের পাশাপাশি সম্মুখীন হতে হয় পুলিশের নাকা চেকিং থেকে অন্যান্য অনেক অসুবিধার। তবুও মায়ের টান হতোদ্যম করেনি সঞ্জয়কে। সব বাধা উপেক্ষা করেই ১৬ দিনে তিনি অতিক্রম করেন ১৪০০ কিলোমিটার।
https://www.instagram.com/p/BK3FqdjA410/?igshid=7cpty7338mtd
https://www.instagram.com/p/BJFfTh9AOxG/?igshid=mq65vsayjdun
বাড়ি ফিরে অবশ্য নিয়ম মেনে বাড়ির কাছাকাছি দাদরি স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সঞ্জয়।