বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগে মন খারাপের বার্তা বয়ে আনল টলিপাড়া। প্রয়াত প্রবীণ অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। শুক্রবার ভোর ৫ টা ১৫ নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসে সংক্রমণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সদস্য দাপুটে অভিনেত্রী এই মুহূর্তে কাজ করছিলেন ছোটপর্দায়। কালার্স বাংলার ‘সোনা রোদের গান’ নামে একটি সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। সিরিয়ালের মুখ্য চরিত্রাভিনেত্রী পায়েল দে এর পিসির ভূমিকায় দেখা যাচ্ছিল অনন্যা চট্টোপাধ্যায়কে। স্তম্ভিত অভিনেত্রী জানান, গত শনিবারও শুটিং করে গিয়েছেন তাঁর সঙ্গে। তারপর আজ এই দুঃসংবাদ।
সিরিয়ালের সেট থেকে গোটা ইন্ডাস্ট্রি জুড়েই শোকের আবহ। স্বজন হারানোর দুঃখে শোককাতর টলিপাড়া। ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। অগুন্তি সিরিয়ালে কাজ করেছেন তিনি। মায়ের চরিত্রে রেখেছেন নিজের অভিনয় দক্ষতার ছাপ। পাশাপাশি কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন তিনি।
পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ জানিয়ে একটি পোস্ট করেন। অনন্যা চট্টোপাধ্যায়ের একটি ছবি শেয়ার করে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ওপারে ভালো থেকো অনন্যাদি’। তাঁর পোস্টে বিস্ময় প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়।
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘খুব খারাপ লাগলো, দেবাঞ্জন আমার বন্ধু।’ অভিনেত্রী শ্রীলেখা মিত্র শোকপ্রকাশ করে লিখেছেন, ‘এই তো জীবন সিরিয়ালে আমার মা’। শেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী সৌমিলী বিশ্বাস।
অভিনেত্রী শ্রুতি দাস শোকপ্রকাশ করে লিখেছেন, ‘ভাল মানুষ বেশিদিন থাকে না এই দুনিয়ায়, আবারো তুমি প্রমাণ করে দিলে অনন্যা আন্টি। তোমার পরামর্শ মাথায় রেখে লড়াই করে যাব। ওপারে ভাল থাকা যায় কিনা, না গেলে জানতে পারব না। তবে মনটা খারাপ ভীষণ, দেখা হয়নি কখনো, জানিনা আর দেখা হয় কিনা।’
প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও টেলিপাড়ার জনপ্রিয় মুখ। একাধিক সিরিয়ালে নিজের অভিনয় প্রতিভা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। চলতি মাসের শুরুর দিকেও মায়ের সঙ্গে রেস্তোঁরায় গিয়ে ছবি শেয়ার করেছিলেন তিনি। এই অপ্রত্যাশিত খবরে বিষন্নতার ছায়া টেলিপাড়ায়।