তোলা না দেওয়ায় চুলের মুঠি ধরে টেনে রাস্তায় ফেলে মার! FIR নেয়নি পুলিশ, হাইকোর্টে মামলা অভিনেত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ তোলা না দেওয়ায় জুটল মার। এবার তোলাবাজদের হামলার মুখে বাংলা ধারাবাহিকের চেনা মুখ অনুমিতা দত্ত (Anumita Dutta) ও তার মা। মারধরে জখম অবস্থায় থানায় ছোটেন অভিনেত্রী। তবে অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে। পরে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফের থানায় সাহায্যের জন্য যান অনুমিতা। তবে তারপরই পুলিশ কোনও সাহায্য করেনি। এই নিয়েই ডোমজুড় থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।

ঠিক কী ঘটেছিল? ‘পঞ্চ পাণ্ডব’, ‘সাথী’সহ বেশ কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেন অনুমিতা দত্ত। তার অভিযোগ, দু’দিন মা-বাবাকে নিয়ে হাওড়ার ডোমজুড়ে বোনের বাড়িতে যাচ্ছিলেন। ডোমজুড়ে একটি দোকানের সামনে তাদের গাড়িটি পার্ক করা নিয়ে বচসা বাঁধে। দোকানদার তার দোকানের সামনে গাড়ি রাখতে বাধা দিলে তাতে আপত্তি জানান অনুমিতা। তাঁর যুক্তি ছিল, ওই জায়গা নো পার্কিং জোন নয়। দোকানেও ভিড় ছিল না। তবুও কিছুক্ষণের জন্য গাড়ি রাখা নিয়ে গোলমাল শুরু হয়।

অনুমিতা গাড়ি সরাতে আপত্তি জানালে কয়েকজন লোক এসে পার্কিংয়ের টাকা চাইতে থাকে। তাতে আপত্তি জানালে হামলা চালানো হয় তাদের ওপর। অনুমিতার অভিযোগ, তার মায়ের মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে ফেলা হয়। তারপর তাকেও মারধর করা হয়।

অনুমিতা বলেন, ‘মা-বাবা মোগলাই কিনছিলেন। ওই দোকানদার গাড়ি একটু দূরে গিয়ে পার্ক করতে বলেন। এরপর আরেক দোকানদার অত্যন্ত খারাপভাবে গাড়ি পার্ক না করতে বলেন। মাত্র পাঁচ মিনিটের মধ্যে চলে যাব এটাই বলেছিলাম আমি। তবে ওরা তা শোনে নি। এরপর আমার ড্রাইভার গাড়ি সরিয়ে দেন। কিন্তু, আরেক ব্যক্তি বলেন, সেখানেও নাকি গাড়ি রাখা যাবে না। আমার মা তখন ড্রাইভারের সঙ্গে কথা বলছিলেন। এরপরই মাকে কটুকথা বলেন তারা। হামলা চালানো হয়।’

Calcutta High Court

আরও পড়ুন: ‘আদালত হস্তক্ষেপই করবে না’, বোসের শ্লীলতাহানির অভিযোগের বিরুদ্ধে জনস্বার্থ মামলায় ‘না’ হাইকোর্টের

আদালতে অনুমিতা জানিয়েছেন, আহত থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। দ্বিতীয়বার থানায় গেলেও পুলিশ কোনও ধরনের সাহায্য করেনি। তাই ডোমজুড় থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছেন অভিনেত্রী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর