তিন বছরের গল্পে সমাপ্তি, জনপ্রিয় সিরিয়াল শেষে ভেঙে পড়লেন নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : পরপর সিরিয়ালের (Serial) সমাপ্তিতে মন ভার দর্শকদের। সিরিয়াল তো শুধু গল্প নয়। দীর্ঘদিন ধরে পর্দায় দেখতে দেখতে কলাকুশলীরাই ঘরের মানুষ হয়ে ওঠেন দর্শকদের। তাই হঠাৎ করে তাদের বিদায় জানাতে কষ্ট হয় ঠিকই। তেমনি মন ভারাক্রান্ত হয়ে ওঠে অভিনেতা অভিনেত্রীদেরও।

বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল (Serial)

জি বাংলায় সম্প্রতি বেশ কিছু অদলবদল হতে চলেছে। কারণ একদিকে যেমন পুরনো সিরিয়াল (Serial) শেষ হচ্ছে, তেমনি শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। দর্শকদের দীর্ঘদিনের অভ্যাসও বদল হতে চলেছে। কারণ প্রায় তিন বছর ধরে চলা জনপ্রিয় মেগা সিরিয়াল (Serial) হঠাৎ করেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল।

Actress broke down as old serial is ending

মন খারাপ অভিনেত্রীর: দীর্ঘ জল্পনার পর আগামী ৯ ই মার্চ শেষ হতে চলেছে ‘নিম ফুলের মধু’। সন্ধ্যা ছটার স্লট দখল করতে চলেছে নতুন ধারাবাহিক (Serial) ‘তুই আমার হিরো’। এতদিনের প্রিয় সিরিয়ালকে বিদায় দিতে গিয়ে মন খারাপ দর্শকদের। বিষন্ন কলাকুশলীরাও। দীর্ঘদিনের অভ্যাস বদল করতে গিয়ে মন ভারাক্রান্ত হয়ে উঠছে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়েরও।

আরো পড়ুন : ফের স্লট চেঞ্জ, নতুন মেগার ঝাপটায় “ভাগ্য বদল” জি বাংলার জোড়া মেগার

কী বললেন নায়িকা: নিম ফুলের মধুর (Serial) অন্যতম জনপ্রিয় চরিত্র ‘বাবুর মা’ কৃষ্ণা। তাঁর চরিত্র, ডায়লগ দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছিল। সেই চরিত্রকে এবার বিদায় জানাতে হবে। সংবাদ মাধ্যমকে অরিজিতা বলেন, প্রিয়জন বিয়োগের মতোই কৃষ্ণাকে ছেড়ে আসতে হয়েছে তাঁকে। চরিত্রটিকে (Serial) খুব সুন্দর করে লেখা হয়েছে ঠিকই, কিন্তু তাকে রক্ত মাংসের করে গড়ে তুলেছেন অরিজিতা। এমনকি তিনি নতুন কিছু যোগ করতে চাইলে নির্মাতাদের তাঁর উপরে ভরসা ছিল বলে জানান অভিনেত্রী।

আরো পড়ুন : ফল ঘোষণার আর ১ ঘন্টা, তার আগেই ফাঁস ‘সারেগামাপা’ যুগ্ম বিজয়ীর নাম! শুরু বিতর্ক

অরিজিতা বলেন, কৃষ্ণা চরিত্রটিকে রোজ সাজিয়ে তুলতেন তিনি। তিন বছর ধরে এমনভাবেই চলার পর হঠাৎ করেই একদিন তাকে ছেড়ে দিতে হল। তাকে আর খুঁজে পাবেন না। যেন মানুষটাই হারিয়ে গিয়েছে। কৃষ্ণা দত্তকে বিদায় দিতে গিয়ে আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে অরিজিতার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর