দুই চ্যানেলের জোড়া সিরিয়ালে মুখবদল! হঠাৎ কেন এত বড় সিদ্ধান্ত?

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালে (Serial) আচমকাই মুখবদল কোনো নতুন বিষয় নয়। পার্শ্ব চরিত্রগুলিতে তো হামেশাই বদল হতে থাকেন অভিনেতা অভিনেত্রী। সিরিয়াল শুরু হয় একজনকে নিয়ে, আর শেষ হয় আরেকজনকে নিয়ে। এমনকি বর্তমানে মুখ্য নায়ক নায়িকার চরিত্রেও হচ্ছে বদল।

একাধিক সিরিয়ালে (Serial) মুখবদল চরিত্রের

বিভিন্ন চ্যানেলের একাধিক সিরিয়ালে (Serial) বাধ্য হয়ে বদলানো হয়েছে নায়ক নায়িকা। জি বাংলার মিঠিঝোরায় প্রথমে নায়ক হিসেবে শৌর্যকে দেখানো হলেও পরবর্তীতে তাকে সরিয়ে আনা হয় অনির্বাণকে। শৌর্য বর্তমানে পরেই গিয়েছে সিরিয়াল (Serial) থেকে। অন্যদিকে স্টার জলসায়, চিনি, রোশনাই, লাভ বিয়ে আজকাল এর মতো একাধিক সিরিয়ালে (Serial) বদল হয়েছে মুখ্য চরিত্র।

Actress changed in these two serial

জোড়া সিরিয়ালে মুখবদল: সাধারণত এই ধরণের বদলের পেছনে কোনো না কোনো বড় কারণ থাকে। নায়ক নায়িকা অসুস্থ হয়ে পড়লে, গল্প এগিয়ে গেলে কিংবা টিআরপিতে প্রভাব না পড়লেও কখনো কখনো এমন বদল হয়ে থাকে। এবার এমনি জনপ্রিয় ধারাবাহিকে (Serial) নায়িকা বদলের খবরে তোলপাড় শুরু হয়েছে দর্শক মহলে। তাও আবার একটি সিরিয়াল নয়, দু দুটি ধারাবাহিকে হয়েছে বদল।

আরো পড়ুন : আমেরিকাকে খুশি করতে বড় চাল ভারতের! নেওয়া হল বড় সিদ্ধান্ত, লাগু ১ এপ্রিল থেকেই

কেন এই পরিবর্তন: জি বাংলা এবং স্টার জলসার অন্যতম জনপ্রিয় দুটি সিরিয়াল (Serial) যথাক্রমে আনন্দী এবং শুভ বিবাহ। দুই সিরিয়ালই বেশ পছন্দ করছেন দর্শকরা। আনন্দীতে মুখ্য চরিত্রে রয়েছেন অন্বেষা হাজরা এবং শুভ বিবাহতে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে সোনামণি সাহাকে। তবে জানলে অবাক হবেন, তাঁদের নাকি এই দুই সিরিয়ালে (Serial) অভিনয় করার কথাই ছিল না।

আরো পড়ুন : পায়ে পায়ে ১০০০ পর্বে ‘অনুরাগের ছোঁয়া’, অবশেষে ইতি টানবে গল্পে, নাকি ফের নতুন চমক?

শোনা যাচ্ছে, আনন্দী ধারাবাহিকের জন্য আগে নাকি ঠিক করা হয়েছিল তৃণা সাহাকে। কিন্তু পরবর্তীতে আর ধারাবাহিকটি করা হয়নি তাঁর। অন্যদিকে শুভ বিবাহতে নাকি আগে থাকার কথা ছিল ঋতব্রতা দের। যদিও এই গুঞ্জন আদৌ সত্যি কিনা তা জানা যায়নি। অভিনেত্রী বা নির্মাতারা এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর