TRP তুলেও এত বড় ধাক্কা! রাতারাতি নায়িকা বদলে গেল Zee এর এই সিরিয়ালে!

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে জি বাংলায় যতগুলি সিরিয়াল (Serial) চলছে তার মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে অন্যতম ‘কোন গোপনে মন ভেসেছে’। অনিকেত শ্যামলীর গল্প দর্শকদের বেশ মন কেড়েছে। কিছুদিন আগেই শ্যামলীর শাঁখ, থালা বাটি বাজিয়ে বাড়ি থেকে চিতাবাঘ তাড়ানোর দৃশ্য নিয়ে নেট পাড়ায় বেশ হাসাহাসি হলেও তার ইতিবাচক ফলও মিলেছে হাতেনাতে। এ সপ্তাহে টিআরপি তালিকায় তিন নম্বরে উঠে এসেছে কোন গোপনে মন ভেসেছে। এদিকে আনন্দের মাঝেই এল এক খারাপ খবর।

নায়িকা বদলে গেল সিরিয়ালে (Serial)

রাতারাতি সিরিয়ালে (Serial) বদলে গেল নায়িকার মুখ। আগাম কোনো ইঙ্গিত না দিয়েই বদলে দেওয়া হল অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। বরাবরের মতো সিরিয়াল (Serial) দেখতে বসে এমন পরিবর্তন দেখে জোর চমকেছেন দর্শকরা। বদলে গিয়েছে ‘অহনা’ চরিত্রের অভিনেত্রী। এতদিন এই চরিত্রে দেখা যেত রোশনি তন্বী ভট্টাচার্যকে। কিন্তু ৫ ই নভেম্বর থেকে এই চরিত্রে অভিনয় শুরু করলেন মানসী সেনগুপ্ত।

আরো পড়ুন: সাত দিন ধরে নির্জলা উপোস, স্বামী নয়, এই অভিনেতার জন্য সাঁই বাবার কাছে ছুটে গিয়েছিলেন শ্রীদেবী!

কেন আচমকা সিরিয়াল ছাড়লেন?

হঠাৎ এমন পরিবর্তনের কারণ কী? কেন রাতারাতি অহনার মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছেড়ে দিলেন রোশনি? এ বিষয়ে আজকাল ডট ইনকে অভিনেত্রী জানান, তিনি অপর একটি সিরিয়ালে (Serial) কাজ শুরু করেছেন। সান বাংলার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। দুটি সিরিয়ালের শুটিংয়ে ডেট নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। উপরন্তু ধারাবাহিক দুটির সেটের মধ্যেও দূরত্ব অনেকটা। তাই বাধ্য হয়েই কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের অহনাকে বিদায় জানাতে হল তাঁকে।

আরো পড়ুন: বলিউডের ‘বাবা’, সরকারি চাকরি ছেড়ে শুরু করেন অভিনয়, ৫০০-র বেশি ছবিতে কাজ করেও পাননি কদর

এমন পরিবর্তনে হতাশ দর্শক

এদিকে রোশনির পরিবর্তে নতুন অহনাকে দেখে একেবারেই মেনে নিতে পারছেন না দর্শকরা। অনেকে সরাসরি অভিনেত্রীকে মেসেজও পাঠিয়ে অভিমান ব্যক্ত করেছেন। তবে রোশনি জানিয়েছেন, আপাতত একটি সিরিয়ালে (Serial) অভিনয় করলেও খুব শীঘ্রই হয়তো নতুন কাজের সুখবরও দিতে পারবেন তিনি।

Serial

কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে অহনার চরিত্রটি নেতিবাচক। তবে দুর্ধর্ষ খলনায়িকা নয়, বরং খানিক কমেডির মিশেলে তৈরি চরিত্রটি বেশ দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তুলছিলেন রোশনি। অনিকেত এবং শ্যামলীর মাঝে ঢুকে পড়ে সিরিয়ালের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন অহনা। তবে বর্তমানে অন্য টুইস্ট এসে খানিক ফিকে পড়ে গিয়েছিল চরিত্রটি। এবার মুখ বদল হওয়ায় নতুন কী খেল দেখায় অহনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর