আশঙ্কাটাই সত্যি হল, আচমকাই মুখ বদল জি বাংলার সিরিয়ালে! সরানো হল এই অভিনেত্রীকে

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে সত্যি হল আশঙ্কা। বেশ অনেকদিন ধরেই চলছিল জল্পনা। শেষমেষ দর্শকদের ভয়টা সত্যি করে বড়সড় বদল হয়ে গেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে (Serial)। হঠাৎ করেই মুখ বদলে গেল সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর। তাঁর বদলে জায়গা করে নিলেন ধারাবাহিকের আরেক পরিচিত মুখ।

জনপ্রিয় সিরিয়ালে (Serial) মুখবদল

মাত্র কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিকটি। সিরিয়ালের (Serial)। শুরু থেকেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এমনকি প্রোমোতেও ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিছুদিন পর থেকে উধাও হয়ে যান তিনি। শোনা গিয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। শেষমেষ সাম্প্রতিক পর্বে দেখা গেল, মুখবদল হয়েছে চরিত্রের।

Actress changed suddenly in this serial

নতুন অভিনেত্রীর এন্ট্রি: জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial)। ‘মিত্তির বাড়ি’তে হয়েছে এই বদল। চ্যানেলের নতুন সিরিয়ালগুলির মধ্যে অন্যতম মিত্তির বাড়ি। কিন্তু সম্প্রতি এই ধারাবাহিকে (Serial)। বড়সড় পরিবর্তন ঘটে গিয়েছে। মুখ বদল হয়েছে পিসির চরিত্রে। এই ভূমিকায় প্রথম থেকেই দেখা যাচ্ছিল অভিনেত্রী মানসী সিনহাকে। কিছুদিন পর থেকেই হঠাৎ করে তাঁকে আর দেখা না যাওয়ায় প্রশ্ন তুলেছিলেন দর্শকরা।

আরো পড়ুন : কাটতে চলেছে খারাপ সময়? অবশেষে আদানির খুলল কপাল! পেলেন বড় স্বস্তি, ব্যাপারটা কী?

কেন এই পরিবর্তন: এবার সাম্প্রতিক পর্বে এই চরিত্রে এন্ট্রি নিলেন জনপ্রিয় অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। অবশ্য এই চরিত্রে যে মুখবদল হতে চলেছে তা আগে থেকেই আভাস পাওয়া গিয়েছিল। অভিনেত্রী মানসী সিনহা এর আগেই জানিয়েছিলেন, তিনি আর মিত্তির বাড়িতে (Serial) নেই। তাই কল টাইমও পাননি।

আরো পড়ুন : সর্বনাশ! টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে লাগাতার পতন, মাথায় হাত বিনিয়োগকারীদের

কিন্তু এর কারণ কী? হঠাৎ কেন এই বদল? মানসী কি স্বেচ্ছায় ছাড়লেন সিরিয়াল (Serial), নাকি বাদ দেওয়া হয়েছে তাঁকে? এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও অভিনেত্রী জানিয়েছিলেন, নির্মাতারা তাঁকে আর ডাকেননি। মানসী স্পষ্টবাদী। এই কারণে এর আগেও কাজ পাওয়া নিয়ে সমস্যা হয়েছিল তাঁর। এবারেও কি তবে একই ঘটনা ঘটল? মানসী অবশ্য কোনও ক্ষোভ প্রকাশ করেননি এতে। নিজের নতুন কাজেই মনোযোগ দিয়েছেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর