নিখুঁত চাই শরীর, প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ২১ বছরের অভিনেত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সব দিক দিয়ে নিখুঁত, সুন্দর হয়ে ওঠার জন‍্য এক রকম মরিয়া হয়ে ওঠেন গ্ল‍্যামার জগতের অভিনেতা অভিনেত্রীরা। আর তাতেই লুকিয়ে থাকে মরণফাঁদ। প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) করাতে গিয়ে মাত্র ২১ বছর বয়সে মৃত‍্যু ডেকে আনলেন অভিনেত্রী চেতনা রাজ (Chethana Raj)। সার্জারি পরবর্তী জটিলতার জেরেই জনপ্রিয় কন্নড় অভিনেত্রীর মৃত‍্যু হয়েছে বলে খবর।

১৬ মে বাবা মাকে লুকিয়ে প্লাস্টিক সার্জারি করাতে যান চেতনা। একটি বেসরকারি হাসপাতালে ফ‍্যাট রিমুভাল সার্জারি করিয়েছিলেন তিনি। পুলিস সূত্রে খবর, রাজাজি নগরের ডক্টর শেট্টির কসমেটিক ক্লিনিকে সার্জারির জন‍্য ভর্তি হয়েছিলেন চেতনা। মেয়ের কাণ্ডকারখানার কথা কিছুই জানতেন না বাবা মা।


প্লাস্টিক সার্জারির পর চেতনার ফুসফুসে ফ্লুইড জমতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে অভিনেত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু সাড়া মেলেনি চিকিৎসায়। পরিস্থিতির অবনতি হতে নিকটবর্তী কাডে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চেতনাকে।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেন, অভিনেত্রীকে যখন আনা হয়েছিল তখন কোনো সাড় ছিল না তাঁর মধ‍্যে। হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন চেতনা। মেয়ের মৃত‍্যুর জন‍্য কসমেটিক ক্লিনিকের চিকিৎসকদেরই দায়ী করেছেন চেতনার বাবা। পুলিসে অভিযোগ দায়ের হয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে।

অভিনেত্রীর বাবার অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই মৃত‍্যু হয়েছে চেতনার। প্লাস্টিক সার্জারির আগে কোনো অনুমতি নেওয়ি হয়নি তাঁদের। যদি সত‍্যিই দরকার থাকত তবেই সার্জারির পরামর্শ দেওয়া উচিত ছিল। চেতনার এক বন্ধু নাকি সমস্ত নথিপত্রে সাক্ষর করেছিলেন সার্জারির আগে।

কন্নড় ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ ছিলেন চেতনা। ছোটপর্দায় বেশ নামও করেছিলেন তিনি। মাত্র ২১ বছর বয়সেই তাঁর মৃত‍্যুতে শোকের ছায়া নেমেছে কন্নড় বিনোদন দুনিয়ায়।

X