বাংলাহান্ট ডেস্ক: ফের আত্মহত্যা (suicide) অভিনয় ইন্ডাস্ট্রিতে। আত্মঘাতী হলেন জনপ্রিয় অভিনেত্রী কোন্ডাপাল্লি শ্রাবানি (Kondapalli Sravani)। মঙ্গলবার রাতে তাঁর হায়দ্রাবাদের বাড়িতে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। এক ব্যক্তির ব্ল্যাকমেলের জন্যই এমন কাজ করেছেন তিনি বলে মনে করা হচ্ছে।
মানাসু মমতা, মৌনারাগম সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তাঁর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ছিল ‘আমি জীবনকে ভালবাসি’। অভিনেত্রীর আত্মহত্যার খবরে রীতিমতো হতবাক তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা।
অভিনেত্রীর পরিবারের অভিযোগ, দেবরাজ রেড্ডি নামে এক ব্যক্তির হাতে নিগৃহীত হচ্ছিলেন শ্রাবানি। অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী ডিস্ট্রিক্টের কাকিনাড়ার বাসিন্দা ওই ব্যক্তি। টিকটকের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে আলাপ হয় তাঁর। সিরিয়ালে সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান ওই ব্যক্তি। একটি সিরিয়ালে সুযোগও দিয়েছিলেন অভিনেত্রী।
অভিনেত্রীর মায়ের অভিযোগ, শ্রাবাণি ঘুমিয়ে থাকলে তাঁর ফোন ঘাটত ওই ব্যক্তি। তাঁর নিগ্রহের জন্য চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন অভিনেত্রী। এরপর ওই ব্যক্তির থেকে দূরত্ব বাড়াতে শুরু করলে গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করেন দেবরাজ। জানা গিয়েছে ছবিগুলি ডিলিট করার জন্য ১ লক্ষ টাকাও চান তিনি। অভিনেত্রীর ভাই জানান, ৩০ হাজার টাকা অনলাইনে দেন তিনি। বাকি ৮০ হাজার দেওয়া হয় ক্যাশে।
এরপরেও অভিনেত্রীর পিছু ছাড়েনি ওই ব্যক্তি। বাধ্য হয়ে ২২ জুন পুলিসে অভিযোগ দায়ের করলে পুলিস সতর্ক করে ওই ব্যক্তিকে। কিন্তু তাতে সে কোনও পাত্তা দেয়না। অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেন অভিনেত্রী।
অনেকক্ষণ হয়ে যাওয়ায় দরজা খুলে তাঁর মা দেখেন সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তিনি। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তিনি মৃত। ওসমানিয়া হাসপাতালে অভিনেত্রীর ময়না তদন্ত হবে বলে জানা গিয়েছে।