স্বামীর প্রাণভিক্ষা চেয়ে মানত করেছিলেন, কথা রেখে তিরুপতি বালাজিকে নিজের চুল দান করলেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: স্বামীকে সুস্থ করানোর জন‍্য মানত করেছিলেন। মানত পূরণ হতেই নিজের মাথা মুড়িয়ে তিরুপতি বালাজির (Tirupati Balaji) মন্দিরে চুল দান করলেন অভিনেত্রী দীপ্তি ধ‍্যানী (Dipti Dhyani)। স্বামী বেঁচে ফিরে আসতে নিজের প্রতিজ্ঞা রেখেছেন তিনি। মাথা ন‍্যাড়া করে ছবিও শেয়ার করেছেন দীপ্তি। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

স্বামীর প্রাণ বাঁচাতে মানত

গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন দীপ্তির স্বামী সুরজ থাপর। তাঁর পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে আইসিইউতে পর্যন্ত রাখতে হয়েছিল। স্বামীকে মৃত‍্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে মনে মনে মানত করেছিলেন দীপ্তি। এ যাত্রা স্বামীর প্রাণ রক্ষা পেলে তিরুপতি বালাজির কাছে নিজের মাথার চুল দান করবেন তিনি।

IMG 20220531 133831
মানত পূরণ হতে চুল দান

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন সুরজ। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকেন তিনি। এখন সম্পূর্ণ সুস্থ সুরজ। স্বামী বাড়ি ফিরতেই পিঠ ছাপানো একঢাল ঘন চুল কেটে ফেলেন দীপ্তি। মাথা মুড়িয়ে তিরুপতি বালাজি দর্শন করে মানতের চুল দান করেন।

কয়েকটি ছবি শেয়ার করে দীপ্তি লিখেছেন, বালাজির কাছে মানত করেছিলেন। করোনার সময়ে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। তাই এখন সুরজ সুস্থ হতে চুল দান করে দিয়েছেন দীপ্তি। অভিনেত্রীর স্বামী জানান, তিনি যখন অসুস্থ ছিলেন তখন সারাক্ষণ মন্দিরে বসে ঈশ্বরের নাম জপ করতেন তাঁর স্ত্রী।

https://www.instagram.com/p/CeME3b2tEll/?igshid=YmMyMTA2M2Y=

নিজেকে ভাগ‍্যবান বলেন সুরজ

তবে মানতের কথাটা শুনে প্রথমে একটু দোনোমনাই করেছিলেন সুরজ। কারণ দীপ্তি একজন অভিনেত্রী। খুব শিগগিরি ছোটপর্দায় কামব‍্যাক করতে চলেছেন তিনি। এমতাবস্থায় নিজের লুক নিয়ে এতবড় একটা সিদ্ধান্ত প্রথমে মানতে পারেননি তাঁর স্বামী। কিন্তু দীপ্তি স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর কাছে চুলের চেয়ে স্বামীর প্রাণ বেশি গুরুত্বপূর্ণ।

https://www.instagram.com/p/CeMWj0qtqlg/?igshid=YmMyMTA2M2Y=

সুরজ বলেন, তিনি সত‍্যিই ভাগ‍্যবান যে দীপ্তির মতো স্ত্রী পেয়েছেন। তিনি এও বিশ্বাস করেন, চুল না থাকায় দীপ্তির কাজ আটকাবে না। প্রযোজকরা ঠিক এমন কোনো চরিত্র দেবেন যা তাঁর এই লুকের সঙ্গে মানানসই।

Niranjana Nag

সম্পর্কিত খবর