টিকিট না মিলতেই গোসাঁ! তৃণমূল ছাড়লেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়, ‘ভাইরাল’ চিঠি

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ব্রিগেডের সমাবেশ থেকে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আর জোড়াফুলের এবারের প্রার্থী তালিকায় একের পর এক চমক। প্রাক্তন ক্রিকেটার থেকে দিদি নম্বর ১, রয়েছে একাধিক নতুন মুখও। ওদিকে বাদ পড়েছে বহু ‘যোগ্য’ নাম। যা নিয়ে দিকে দিকে বিদ্রোহের আগুন!

টিকিট না পাওয়ায় গতকালই মন ভেঙেছে বলে জানিয়ে দেন ব্যারাকপুরের অর্জুন সিংহ। শুধু তাই নয়, টিকিট পাবেন না আগে জানলে তিনি বিজেপি থেকে ফিরে আসতেন না এমনটাও মন্তব্য করেন। আর অর্জুনের পর এবার লাইনে অভিনত্রী সায়ন্তিকা৷ তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)!

গতকাল লোকসভায় প্রার্থী ঘোষণার পরই দলীয় প্যাডে রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে লেখা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘ইস্তফা’র এক চিঠি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হয়েছে। যাতে দেখা যাচ্ছে ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে’ ‘দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা’ দিতে চেয়েছেন তিনি।

পাশাপাশি সেই চিঠিতে ‘আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বাঙ্গিক সাফল্য কামনা’ করেছেন তিনি। সায়ন্তিকার এই চিঠি সামনে আসতেই রীতিমতো শোরগোল। যদিও ভাইরাল হওয়া চিঠির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। ভাইরাল হওয়া চিঠি প্রসঙ্গে সায়ন্তিকার কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে পরাজিত হন সায়ন্তিকা। মাত্র ১ হাজার ৩৭৬ ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। কিন্তু,সেই পরাজয়ের পরেও সেখানকার মাটি কামড়ে পড়ে থাকেন সায়ন্তিকা। বাঁকুড়া জেলার রাজনীতিতে অবাধ বিচরণ দেখা গিয়েছে অভিনেত্রীর। নিজের বহিরাগত তকমা মুছে ফেলে একেবারে বাঁকুড়ার ‘ঘরের মেয়ে’ হয়ে উঠেছিলেন সায়ন্তিকা।

গত কয়েক বছরের তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গিয়েছে তাকে। বিভিন্ন সামাজিক কর্মসূচীতেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে সায়ন্তিকাকে। দল তরফে রাজ্য তৃণমূলের সম্পাদকের দায়িত্ব পান তিনি। মনে করা হচ্ছে আসন্ন লোকসভা ভোটে তাকে প্রার্থী করা হবে ধরে নিয়েই বাঁকুড়ায় ঘাঁটি গেড়েছিলেন সায়ন্তিকা। কিন্তু রবিবার দলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল সেখানে তার নাম ঠাঁই পায়নি।

sayantika banerjee (2)

আরও পড়ুন: ভোটের আগেই সুখবর! কাঁধে ১৬৫০ কোটির বোঝা নিয়েও ফের DA বাড়াচ্ছে রাজ্য, শীঘ্রই ঘোষণা

জানিয়ে রাখি, দলের জেলা সভাপতি, তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্ত্তীকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। আর প্রার্থী তালিকা ঘোষণার দিনই সায়ন্তিকার ইস্তফার চিঠি ভাইরাল। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে লোকসভায় দল টিকিট না দেওয়ার কারণেই ইস্তফা দিয়েছেন তৃণমূলের তারকা নেত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর