বাংলাহান্ট ডেস্ক : বলিউডের জনপ্রিয় পরিচালকদের (Director) মধ্যে অন্যতম নাম মধুর ভাণ্ডারকর। বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে নারীকেন্দ্রিক ছবি ছিল তাঁর ইউএসপি। ইন্ডাস্ট্রির বহু নামীদামী তারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। তবে ছবি বানাতে গিয়ে বহু সমস্যার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। এ বিষয়ে বলতে গিয়ে বলিউডের কয়েকজন নায়িকার নামোল্লেখ করেন মধুর।
এই অভিনেত্রীরা পারিশ্রমিক কমিয়েছিলেন পরিচালকের (Director) ছবির জন্য
সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুর ভাণ্ডারকর বলেন, কয়েকজন অভিনেত্রী নিজেদের পারিশ্রমিক কমিয়েছিলেন তাঁর সঙ্গে কাজ করার জন্য। এ প্রসঙ্গে করিনা কাপুর খান, টাবু এবং প্রিয়াঙ্কা চোপড়ার নাম করেন তিনি। পরিচালক বলেন, এই অভিনেত্রীরা নামী তারকা হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে নিজেদের পারিশ্রমিক কমিয়েছিলেন।
নারীকেন্দ্রিক ছবি নিয়ে মন্তব্য পরিচালকের: মধুর বলেন, ওই অভিনেত্রীদের মনে হয়েছিল যে তিনি হয়তো কম বাজেটেই এমন ছবি তৈরি করতে পারবেন যা যথেষ্ট প্রভাব ফেলতে পারবে বক্স অফিসে। কিন্তু অনেকেই এই বাজেটের জন্যই তাঁর সঙ্গে কাজ করতে চাননি। মধুর (Director) মন্তব্য করেন, অভিনেতাদের অতিরিক্ত পারিশ্রমিকের কারণে অনেক সময়ই ছবির বাজেটে টান পড়ে যায়। বিশেষ করে এমনটা হয় নারীকেন্দ্রিক ছবির ক্ষেত্রে।
আরো পড়ুন : প্রকাশ্যেই গোপন প্রেমের স্বীকৃতি! একটি সাক্ষর বিতর্কের ঝড় তুলেছিল উত্তম-সুচিত্রার পরিবারে
নারীকেন্দ্রিক ছবিতে কাজ করতে চান না অভিনেতারা: মধুরের কথায়, নারীকেন্দ্রিক ছবিগুলির ক্ষেত্রে পুরুষ অভিনেতাদের উচিত পারিশ্রমিকে খানিক কাটছাঁট করা। এতে ইন্ডাস্ট্রিতে নারী এবং পুরুষের মধ্যে পারিশ্রমিকেও সমতা বজায় থাকে। পরিচালক (Director) আরো বলেন, বলিউডে সাধারণত নারীকেন্দ্রিক ছবিগুলির বাজেট কম হয়। ২০-২২ কোটি টাকার মধ্যে তৈরি হয়ে যায় এক একটি ছবি। সেখানে মুখ্য চরিত্রে পুরুষ অভিনেতাদের ছবির বাজেট থাকে সাধারণত ৫০-৬০ কোটি টাকার আশেপাশে। অথচ এরপরেও অনেক অভিনেতাই নারীকেন্দ্রিক ছবিতে কাজ করতে চান না বলেও মন্তব্য করেন মধুর।
আরো পড়ুন : ছেলে আরিয়ান বা বউ গৌরি নয়, এই বিশেষ মানুষটির ছবি ফোনের ওয়ালপেপারে রাখেন শাহরুখ!
প্রসঙ্গত, বেশ কিছু জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন মধুর ভাণ্ডারকর। চাঁদনি বার, পেজ ৩, ইন্দু সরকার, হিরোইন, ফ্যাশন এর মতো ছবি তৈরি করেছেন তিনি।