রজনীকান্তের নায়িকা থেকে যৌনকর্মী! শেষ জীবনে অনাহারে ফুটপাতে ঠাঁই হয় এই অভিনেত্রীর

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতের প্রতি মানুষের আগ্রহ চিরকালের। গ্ল্যামার জগতের টানে প্রতি বছর সারা দেশ, এমনকি বিদেশ থেকেও যুবক যুবতীরা এসে ভিড় জমায় স্বপ্ন নগরীতে। কিন্তু বলিউড (Bollywood) যে সবাইকে আপন করে নেয় এমনটা কিন্তু নয়। অনেকে যেমন সফলতা পান অনেকে আবার হারিয়ে যান ভিড়ে। কিন্তু অভিনেত্রী নিশা নূরের (Nisha Noor) যা হাল হয়েছিল তা মনে করে এখনো শিউরে ওঠে মানুষ।

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নিশা নূর (Nisha Noor) অভিনয় করেছিলেন রজনীকান্ত, কমল হাসানের মতো অভিনেতাদের সঙ্গে। কিন্তু তাঁর ভাগ্য শেষে এমনি প্রতারণা করে তাঁর সঙ্গে যে সর্বহারা হন অভিনেত্রী। দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হয় তাঁকে। শেষে অনাহারে, রোগগ্রস্ত হয়ে ফুটপাতে এসে পড়েছিলেন তিনি। তাঁর নিঃসঙ্গ ভয়াবহ মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছিল বিনোদুনিয়ার স্বরূপ।

Actress nisha noor tragic life story

আশির দশকের বেশ জনপ্রিয় নাম ছিলেন নিশা নূর। মূলত তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষার ছবিতে কাজ করেছিলেন তিনি। গ্ল্যামারাস অবতার এবং সাহসী অভিনয়ের জন্য অচিরেই নজরকাড়া হয়ে উঠেছিলেন নিশা। বোল্ড চরিত্রে তাঁর অভিনয় বাড়িয়েছিল অনুরাগীর সংখ্যা।

দক্ষিণী ইন্ডাস্ট্রির রাঘব বোয়াল অর্থাৎ রজনীকান্ত, কমল হাসানের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। অভিনয় করেছিলেন বিসু, বালাচন্দ্রন, চন্দ্রশেখর এর মতো পরিচালকদের ছবিতে। সবকিছু ছিল স্বপ্নের মতো। কিন্তু তারপরেই হঠাৎ করে শুরু হয় দুঃসময়। কেরিয়ারের শিখর থেকে মাটিতে আছড়ে পড়েন নিশা। ইন্ডাস্ট্রিতে কাজ কম পেতে শুরু করেন তিনি।

শোনা যায়, এক প্রযোজক নাকি তাঁকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেছিলেন। ইন্ডাস্ট্রিতে কাজ না পেয়ে শেষে বিনোদন জগৎকে বিদায় জানান নিশা। যদিও ওই খবরে কতটা সত্যতা আছে তা জানা যায়নি। পতনের পরেই ইন্ডাস্ট্রির মানুষদের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন নিশা। দীর্ঘদিন কারোর সঙ্গেই কোনো যোগাযোগ ছিল না তাঁর। রানী থেকে রাতারাতি পথের ফকির হয়ে উঠেছিলেন নিশা।

Actress nisha noor tragic life story

ইন্ডাস্ট্রির সদস্যরা তো দূরের কথা, নিজের পরিবারের থেকেও কোনো সাহায্য পাননি অভিনেত্রী। কষ্ট করে উপার্জন সব টাকাই শেষ হয়ে গিয়েছিল তাঁর। শেষমেষ তাঁর জায়গা হয় ফুটপাতে। একটি দরগার সামনে রাস্তায় তাঁকে ঘুমোতে দেখে উদ্ধার করে একটি তামিল এনজিওর সদস্যরা।

শেষ জীবনে নিশা নূরকে চেনা দুরূহ হয়ে উঠেছিল। সেই রূপ বিদায় নিয়েছিল। দীর্ঘদিন অনাহারে থাকায় অত্যন্ত দুর্বল, হাড় জিরজিরে অবস্থা হয়েছিল তাঁর। জানা গিয়েছিল, শরীরে এইডস বাসা বেঁধেছিল তাঁর। শেষমেষ ২০০৭ সালে নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বেডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একসময়ের গ্ল্যামারাস নায়িকা।


Niranjana Nag

সম্পর্কিত খবর