সালমান স্যার দেবদূত, আমার অভিভাবকের মত’ বললেন এই জনপ্রিয় অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সালমান খান  (salman khan) নামটির সাথে যেমন জড়িয়ে আছে অনেক জনপ্রিয়তা তেমনই মুদ্রার অপর দিকে রয়েছে বিতর্কও। হরিন শিকার থেকে ঐশ্বর্য রাই সালমান খানকে নিয়ে বলিউডে বিতর্ক কম নয়। তাদেরই একজন রেশমি দেশাই (rasmi deshai)। অভিনেত্রী রেশমি দেশাই এবার সালমানকে দেবদূত বলে সম্বোধন করলেন।

বিখ্যাত অভিনেত্রী রেশমি দেশাই টিভি পর্দায় অত্যন্ত জনপ্রিয়। রেশমি সম্প্রতি টিভি রিয়েলিটি শো ‘বিগ বস 13’ তে অংশগ্রহণ করে ছিলেন। সেখানেই আরহান খান যখন তাকে প্রতারণা করেন, তখন সালমান খান তাকে সামলান বলে সম্প্রতি একটি সাক্ষাত্কারে জানিয়েছেন রেশমি।

https://www.instagram.com/p/B8eHlFzlxLM/?igshid=pe9191ux2zse

 

https://www.instagram.com/p/B-QxGAkgt5w/?igshid=1sizy660hh74p

https://www.instagram.com/p/B9d5cyxg-Us/?igshid=1sex29qsdome9

 

রেশমির প্রেমিক আরহান খান বিগ বস 13-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রিও নেয়। একদিন সালমান প্রকাশ করেছিলেন যে আরহান বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। রেশমি আরহানের বিয়ের কথা জানত কিন্তু সন্তান সম্পর্কে জানতেন না। এই খবরে হতবাক হয়ে গেলেন। যার পরে তিনি খুব অস্থির হয়ে পড়েন এবং সালমান খান নিজেই তাদের বোঝানোর জন্য বাড়ির ভিতরে গিয়ে তাদের জড়িয়ে ধরেন।

https://www.instagram.com/p/B4zMfFFg4xy/?igshid=b5qqfqkffy5t

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রেশমি বলেছেন, সালমান স্যার একমাত্র ব্যক্তি যিনি আমাকে বিগ বসের বাড়িতে সমর্থন করেছিলেন। তিনি সর্বদা আমার পক্ষে ছিলেন, তিনি আমার জন্য একজন অভিভাবকের মতো। তাঁর সঙ্গে একটি এড ফিল্মও করেছি। শুনেছি সালমান স্যার খুব হৃদয়বান। তিনি আসলেই রাজা।

 

সম্পর্কিত খবর

X