বাংলাহান্ট ডেস্ক : ৯০ এর দশকে বাংলা ছবিতে সব থেকে হিট নায়িকা ছিলেন তিনি। কাজ করেছেন প্রথম সারির সব অভিনেতাদের সাথে। কমার্শিয়াল ছবির পাশাপাশি কাজ করছে অন্য ধারার ছবিতেও। বর্তমানে খুব একটা কাজ করতে দেখা যায় না তাকে। তবুও আজও প্রযোজক ও পরিচালকদের অন্যতম পছন্দের শিল্পী তিনি। আমরা কথা বলছি ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাপারে।
প্রসেনজিৎ-তাপস পালের সাথে জুটি বেঁধে রোমান্স-মারপিটের কমার্শিয়াল ছবি হোক কিংবা দহন, পারমিতার এক দিনের মতো অন্য ঘরানার ছবি, সব ক্ষেত্রেই নিজের প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন ঋতুপর্ণা। গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক অবলম্বনে উইনডোজ প্রোডাকশন প্রযোজিত ও পথিকৃত বসু পরিচালিত ছবি দাবাড়ু মুক্তি পাবে আগামী মাসে।
আরোও পড়ুন : চারিদিকে ধোঁয়া, ধোঁয়া! ব্যান্ডেল লোকালে অগ্নিকাণ্ড, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
এই ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। লোকসভা ভোটের আগে যখন টলিউডের এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী ব্যস্ত নির্বাচনী প্রচারে, তখন এই তীব্র গরমে ছবির প্রমোশন করে বেড়াচ্ছেন ঋতুপর্ণা। সম্প্রতি একটি অনুষ্ঠানে ঋতুপর্ণাকে জিজ্ঞাসা করা হয় তিনি রাজনীতির ময়দানে কবে পদার্পণ করতে চলেছেন?
আরোও পড়ুন : বাবা টিফিন খাচ্ছিলেন অফিসে বসে, হঠাৎ UPSC’র রেজাল্ট হাতে হাজির ছেলে! তারপর…ভাইরাল ভিডিও
এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আসলে রাজনীতি এতটাই কমপ্লিকেটেড ব্যাপার ওটা আমি সত্যিই বুঝি না। আর নিজের জীবনের রাজনীতি বুঝতেই মানে প্রফেশনাল-সাংসারিক সব জায়গার রাজনীতি বুঝতে হিমশিম খেয়ে যাই। সেগুলোই আমি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারি না, তা পলিটিক্স আর কী ভাবে আমি হ্যান্ডেল করব।’
পাশাপাশি তার আরোও সংযোজন, ‘তবে আমার ইন্ডাস্ট্রির যে সমস্ত সহকর্মীরা এসেছেন তাদের সকলকে সম্মান করি। সাধুবাদ জানাই। নিশ্চয়ই তারা অনেক ভেবেচিন্তেই কাজ করছেন। এমন রাজনীতির মানুষ নই। আমি যেমন আছি ঠিক আছি। আমি সৃষ্টি করতে চাই নতুন নতুন জিনিস।’