রেশন মামলায় ED-র তলবে সাড়া দিলেন না ঋতুপর্ণা, পাল্টা অভিনেত্রী লিখলেন…

বাংলা হান্ট ডেস্কঃ ইডির (Enforcement Directorates) তলবে সাড়া দিলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ডেকে পাঠিয়েছিল ইডি (ED)। অভিনেত্রী জানিয়েছিলেন আইনজীবির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। এদিন দেখা গেল তিনি হাজিরা দেননি।

সূ্ত্রের খবর, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে মার্কিন মুলুকে রয়েছেন ঋতুপর্ণা। বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি। ইতিমধ্যেই এ কথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়েছেন। পাশাপাশি অভিনেত্রী এও জমিয়েছেন ৬ জুনের পর তাকে ডাকা হলে তিনি হাজির হতে পারবেন। ইডি সূত্রে খবর, ফের একবার তলব করা হতে পারে তাকে ডাকা হতে পারে।

প্রসঙ্গত, ভোটের মধ্যেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছিল ইডি। প্রসঙ্গত এর আগে রোজভ্যালি কাণ্ডে উঠে এসেছিল টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। ২০১৯ সালে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। সে সময় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা। আর এবার ২০২৪ এ এসে রেশন দুর্নীতি।

ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস মিলেছে। বিপুল এই অর্থ সম্পর্কে জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। এর আগে রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজনৈতিক ব্যক্তি সহ ব্যবসায়ীর। গত বছর অক্টোবর মাসে রেশন মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য সহ আরও অনেকে।

এর আগে ইডির তলব পাওয়ার পর এক সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানান, “আমি এ বিষয় কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই। কেন এই মামলায় তলব? আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও ইডি তরফে কোনও চিঠি আসেনি।’’

ritu 2 1

আরও পড়ুন: গতকালই জয়ী হয়েছেন বীরভূমে, এরই মাঝে জেলে যাচ্ছেন শতাব্দী? হৈচৈ পড়ে গেল রাজ্যে

অভিনেত্রী আরও বলেন, ‘‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন এমন একজনের অভিনেত্রীর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া অন্যায়!” পাশাপাশি তার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন ঋতুপর্ণা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর