বাংলাহান্ট ডেস্ক : অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) কন্যা ঐশী মিত্রকে হয়ত অনেকেই চেনেন না। মা বিখ্যাত অভিনেত্রী হওয়া সত্ত্বেও লাইমলাইট থেকে চিরকাল দূরে থেকেছেন ঐশী। তবে আইএসসিতে দারুন ফল করেছেন শ্রীলেখা কন্যা ঐশী। এই কথা নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শ্রীলেখা মিত্র। তবে কত নম্বর পেয়েছেন ঐশী সেকথা অবশ্য জানাননি।
ঐশী মডার্ন হাই স্কুলের ছাত্রী। তিনি নাকি আগেই মাকে সতর্ক করে দিয়েছিলেন যাতে মা কাউকে কিছু না জানান। তবে গর্বিত মা নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। শ্রীলেখা ফেসবুকে লিখেছেন, ‘মেয়ের আএসসিতে দুধর্ষ রেজাল্ট হয়েছে, আইসিএসই-র থেকেও ভাল। ওর বাবা মা মিলিয়ে এত নম্বর জীবনে পায়নি।”
আরোও পড়ুন: হাতে আর মাত্র ১ মাস! বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টগুলি, বড় ঘোষণা PNB-র
পাশাপাশি তার আরোও সংযোজন, ” পার্সেন্টেজ শেয়ার করলে আমার সঙ্গে খুব অশান্তি করবে। তুমি যা লেখ নিউজ হয় আর আমি চাই না আমার রেজাল্ট নিয়ে নিউজ হোক, অতএব আমি অপারগ এটুকু বলতে পারি। দয়া করে কেউ বলবেন না আমি এটা পোস্ট করলাম। খুব ঝগড়া করবে আমার সঙ্গে… আর লক্ষ্মীটি কেউ কোনও নিউজ করোনা না আমায় ওটস দিয়ে গুলে খেয়ে নেবে।’
যদিও একটি সংবাদমাধ্যমকে পরবর্তীতে শ্রীলেখা জানিয়েছেন, ঐশী ৯৮ এর উপর নম্বর পেয়েছেন তিনটি সাবজেক্টে। ৯৮ পেয়েছেন বাংলাতে। অত্যন্ত প্রশংসার সুরে শ্রীলেখা বলেছেন যে তাঁর মেয়ে আজকালকার ছেলে-মেয়েদের মতো নয়। সোশ্যাল মিডিয়া, রিলস থেকে শতহস্ত দূর সে। ঐশী পছন্দ করেন বই, থিয়েটার। ঐশী ভবিষ্যতে মনোবিজ্ঞান বা থিয়েটার নিয়ে পড়তে আগ্রহী সেটাও জানিয়েছেন শ্রীলেখা।