মেকআপ রুমেও শটের ফাঁকে করতেন পড়াশোনা! দেখুন, মাধ্যমিকে কত নম্বর পেল ‘রামপ্রসাদের’ স্ত্রী সুস্মিলি

বাংলাহান্ট ডেস্ক: ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে সাধক রামপ্রসাদের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতেন সুস্মিলি আচার্য। ২০২৪ সালে তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। শুটিংয়ের ব্যস্ততার মাঝেই চলত পড়াশোনা। প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টার শুটিংয়ের ফাঁকেই মাধ্যমিকের (Madhyamik Pariksha) প্রস্তুতি নিচ্ছিলেন সুস্মিলি।

অত্যন্ত দক্ষতার সাথে চালিয়ে গেছেন শুটিং আর পড়াশোনা। সেই সুস্মিলি (Sushmili Acharya) কেমন রেজাল্ট করলেন মাধ্যমিকে? বর্তমানে সুস্মিলির বয়স মাত্র ১৬ বছর। দীর্ঘ ১০ বছর ধরে তিনি অভিনয় করছেন। গরফা আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী সে। জানা গেছে মাধ্যমিকে তিনি পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছেন।

আরোও পড়ুন : UFO? আকাশ থেকে নেমে মাটি ফুঁড়ে ঢুকে গেল পাতালে! জামুরিয়ায় গোলাকার চাকতিকে ঘিরে চাঞ্চল্য

এই রেজাল্টে মোটেও খুশি নন অভিনেত্রী। তবে অভিনেত্রীর মা নিজের মেয়েকে নিয়ে বেশ গর্বিত। তিনি জানিয়েছেন, “ও রোজ ১২-১৪ ঘণ্টা শুটিং করে পড়াশোনা চালিয়ে গিয়েছে, এটাও কম বড় পাওয়া নয়।” সুস্মিলির ইচ্ছা রয়েছে কলা বিভাগে পড়াশোনা করার। ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করার লক্ষ্য রয়েছে তাঁর।

আরোও পড়ুন : জাস্ট অন করুন AC’র এই মোড! তারপরেই হবে বাজিমাত, একধাক্কায় নেমে যাবে বিলের খরচ

কিছুদিন হল শেষ হয়েছে ‘রামপ্রসাদ’ ধারাবাহিক। এই সিরিয়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করতে দেখা গেছে সুস্মিলিকে। প্রতিদিন এত ঘণ্টার শুটিংয়ের মাঝে পড়াশোনা করা যে সহজ ছিল না তা আর বলার অপেক্ষা রাখে না। মেকআপ রুমে বসে পড়াশোনা করতেন ছোট পর্দার সৌদামিনী। অভিনেত্রী ভবিষ্যতেও চান পড়াশোনা ও অভিনয় সমান ভাবে চালিয়ে যেতে।

sushmili

 

সুস্মিলি প্রথম প্রতিশ্রুতি ধারাবাহিকে সত্যবতীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। এরপর মুখ্য ভূমিকায় অভিনয় করেন সৌদামিনীর সংসার ধারাবাহিকে। ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে স্ত্রী সর্বাণীর ভূমিকাতে অভিনয় করেও বেশ দর্শকদের প্রশংসা লাভ করেন তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর